কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পের ব্যর্থতার কারণ জানালেন নোবেলজয়ী?

কলকাতা: অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী৷ টুইটারে অভিনন্দন জানাতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি দাবি করেছিলেন, কংগ্রেসের ন্যূনতম আয় নিশ্চিত যোজনা ন্যায় প্রকল্পের ধারণা দিয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ এবার রাহুল গান্ধীর সেই দাবি উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎবাবু সাফ

কলকাতা: অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী৷ টুইটারে অভিনন্দন জানাতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি দাবি করেছিলেন, কংগ্রেসের ন্যূনতম আয় নিশ্চিত যোজনা ন্যায় প্রকল্পের ধারণা দিয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ এবার রাহুল গান্ধীর সেই দাবি উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷

রবিবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎবাবু সাফ জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পে রীতিমতো গলদ রয়ে গিয়েছে৷ আর এর জন্য তাঁকে কোনভাবেই দায়ী করা যাবে না৷ এই প্রকল্পকে পুঁজি করে লোকসভা ভোটের লড়াই নেমেছিল কংগ্রেস৷ সেই ন্যায় প্রকল্পের নকশা কেমন হবে সে বিষয়ে কোনও পদক্ষেপ তিনি নেননি৷ কোনও পক্ষই তাঁর কাছ থেকে পরামর্শ নেননি, কীভাবে প্রকল্পটি বাস্তবায়িত হবে? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর কাছে চাওয়া হয়েছিল তথ্য৷

নোবেলজয়ী অর্থনীতিবিদ জানিয়েছেন, প্রকল্পটি শুধুমাত্র একটি ভাবধারা৷ যা রাজনৈতিক সমর্থন রয়েছে৷ কিন্তু ওটাই যে সেরা তা কোনোভাবেই বলা যাবে না৷ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘ন্যায় পরিকল্পনা ঠিকমত সাজানো হয়নি৷ আর তার দায় দায় আমি নিতে রাজি নই৷ কারণ কেউ আমাকে জিজ্ঞাসা করেনি কীভাবে সেটা বাস্তবায়িত করা সম্ভব৷ আমার কাছে একটা ভাবনা যা রাজনৈতিক সমর্থন পেলেও তা সেরা হতে পারে তা না৷ কারণ ইউপিএ জিতলে তাদের হয়তো রাজনৈতিক বা অর্থনৈতিক চাপে পরিকল্পনায় সমঝোতা করতে হত৷ বা বদল করতে হত৷ আমার ভূমিকা এই প্রকল্পের পরিকল্পনা করে দেওয়া ছিল না৷ বরং কিছু তথ্য দেওয়া ছিল৷ যেটা আপনি পছন্দমতো ব্যবহার করতে পারেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fourteen =