নয়াদিল্লি: অযোধ্যা মামলা আদালত নিযুক্ত মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে তাদের রায় স্থগিত রাখল সুপ্রমি কোর্ট। বুধবার এই বিষয়ে শুনানি ছিল শীর্ষ আদালতে।
পাঁচ সদস্যের বেঞ্চ ৬ সপ্তাহের জন্য রায় পিছিয়ে দেয়। আবেদনকারীরা যাতে অনুবাদ ও অন্যান্য নথি তৈরি করতে পারে সেজন্যই বিচারপতিদের এই সিদ্ধান্ত। কবে শুনানি শুরু হবে তার দিনক্ষণ বুধবারই জানানোর কথা ছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে তথ্য চূড়ান্ত করা নিয়ে বিবাদে তা পিছিয়ে গেল। এর আগে ২৯ জানুয়ারি কেন্দ্র রামজন্মভূমির ৬৭ একর জমি তাদের হাতে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করে।