নয়াদিল্লি: করোনার ভ্যাকসিন সার্টিফিকেট না দেখালে মিলবে না কারণ সুধা৷ মদ কেনার আগে দেখাতেই হবে সার্টিফিকেট৷ উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলার সাইফাইয়ে মদের দোকানের বাইরে ঝোলানো হল এমনই নির্দেশিকা৷ জানা গিয়েছে, ইটাওয়াহর অতিরিক্ত জেলা শাসক (এডিএম) হেম কুমার সিং-এর নির্দেশেই এই বিজ্ঞপ্তি৷
আরও পড়ুন- বেসরকারি হাসপাতালের ভ্যাকসিন প্যাকেজে রাশ টানল কেন্দ্র
চলতি মাসের শুরুতেই আলিগড়ে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছিল ২৫ জনের৷ এর পরেই পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সাইফাইয়ে মদের দোকানগুলি পরিদর্শনে যান এডিএম হেম কুমার সিং৷ বিভিন্ন মদের দোকানে তল্লাশিও চলে৷ সেই সময়ই এডিএম বলেন, প্রতিটি মদের দোকানের বাইরে একটি নোটিশ ঝোলাতে হবে৷ যেখানে স্পষ্ট বলা থাকবে, যাঁরা এখনও করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি, তাঁদের মদ বিক্রি করা হবে না৷ সেই সঙ্গে দোকান মালিকদেরও হুঁশিয়ার করা হয়েছে৷ যাঁরা ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে পারবেন না, তাঁদের যেন কোনও ভাবেই মদ বিক্রি করা না হয়৷
এডিএম-এর নির্দেশ মানতে এক কথায় রাজি হয়ে যান মদের দোকানের মালিকরাও৷ সইফাইয়ের মদের দোকানের কর্মীরা বলেন, ‘আমাদেরও ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছে৷’ প্রসঙ্গত, জুলাই মাসের মধ্যে উত্তর প্রদেশে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে৷ আর এই নির্দেশিকা নিশ্চিতভাবেই টিকাকরণের কাজকে ত্বরাণ্বিত করবে৷
যদিও ইটাওয়াহর এক্সাইজ অফিসার কমল কুমার শুক্লা বলেন, ভ্যাকসিন না নিলে মদ মিলবে না বলে কোনও নির্দেশ এখনও তাঁদের হাতে আসেনি৷ তবে মদ বিক্রির পাশাপাশি টিকাকরণের কাজে উৎসাহ দিতে এই নির্দেশিকা কাজে আসবে বলেই মনে করছেন তাঁরা৷