তাওয়াং: লাদাখের গালওয়ান সীমান্তের ঘটনার পর আবার আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতীয়দের মধ্যে। কারণ কিছুদিন আগেই একই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে। ভারত এবং চিনের সেনার সংঘাতের খবর নিয়ে এখন চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই ভারতীয় সেনা সকলে আশ্বাস দিয়ে জানিয়েছে যে, অরুণাচল সুরক্ষিত আছে। শনিবার আরও বড় আশ্বাস দিয়ে জানান হল, অরুণাচলপ্রদেশের কোনও এলাকা চিনের দখলে নেই। কোথাও কোনও রকম অনুপ্রবেশ ঘটেনি চিনের।
আরও পড়ুন- নয়াদিল্লি অগ্নি-পরীক্ষার চিন্তা ভাবনা শুরু করতেই ভারত মহাসাগরে শুরু চিনা গুপ্তচর জাহাজ!
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, অরুণাচল প্রদেশের সীমান্তের যে অংশে চিন-ভারত সংঘাত হয়েছে সেই এলাকা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় সেনার এবং সেখানকার পরিস্থিতিও স্থিতিশীল আছে। কোনও জায়গায় চিনের কোনও অনুপ্রবেশ ঘটেনি, কোনও এলাকা তাদের সেনার দখলে যায়নি। জানা গিয়েছে, মূলত আটটি বিতর্কিত জায়গা নিয়ে দুই দেশের বিবাদ। উভয় পক্ষই সেই জায়গাগুলিকে নিজেদের বলে দাবি করে। এই আটটি জায়গার মধ্যের একটি জায়গাতেই চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অনুপ্রবেশের চেষ্টা করেছিল গত ৯ তারিখ। কিন্তু ভারতীয় সেনা সতর্ক থাকায় কোনও বড় ঘটনা ঘটেনি বরং দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে বেশি জখম হয় চিনের সেনাই।
শুক্রবার দেশবাসীকে অভয় দিয়ে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছিলেন, পিপলস লিবারেশন আর্মির ষড়যন্ত্র গোড়াতেই ভেস্তে দেওয়া গিয়েছে। অরুণাচল কেন, গোটা দেশ সুরক্ষিত। ভয়ের কোনও কারণ নেই। উল্লেখ্য, ৯ তারিখ প্রায় ৩০০ সেনা নিয়ে তাওয়াং-এর কাথে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় হানা দেয় লাল ফৌজ।