নয়াদিল্লি: করোনা রোগ থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের প্লাজমা দানের অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে প্লাজমা দেওয়ার সময় করোনা উপস্থিতির কোনও পরীক্ষা করা হবে না বলেই জানা গিয়েছে। একইসঙ্গে অন্যান্য প্য়াথোজন কমানোর আরও উন্নত পদ্ধতিও অবলম্বন করা হবে না।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ট্রান্সফিউশন ট্রান্সমিশনের কি তাত্ত্বিক বা উপসর্গহীন ব্যক্তিদের থেকে সংগ্রহ করা রক্তে করোনাভাইরাসের প্রমাণিত ইনফেকটিভিটির অভাবের কারণে করোনা পরীক্ষা করা হবে না।
ট্রান্সফিউশন ট্রান্সমিশনের জন্য সংক্রমণ রোগের রুটিন পরীক্ষা করা সম্ভব নয় বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে। রক্ত ট্রান্সফিউশনের মাধ্যমে করোনা ছাড়ানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া প্লাজমা দানের আগে এতগুলো সংক্রমণ রোগের পরীক্ষা করা ব্যায় সাপেক্ষ বলেও সেদিকটীা চিন্তা করা রহচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রক্তের ট্রান্সফিউশনের মাধ্যমে শ্বাস বাহিত রোগ ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন করোনা ভাইরাসের যে দুটি প্রকারভেদ ছড়িয়ে পড়েছিল, সেগুলোর রক্তের ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়িয়ে পড়ার কোনও খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে আমেরিকান অ্যাসোসিয়েশনস অফ ব্লাড ব্যাঙ্কস, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও রক্ত সংগ্রহের ক্ষেত্রে বাড়তি কোনও পদক্ষেপের সুপারিশ করেনি।
তবে রক্তদানের ক্ষেত্রে কেন্দ্র বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। জানা গিয়েছে, করোনা উপসর্গ থাকা কোনও ব্যক্তি রক্ত দিতে পারবে না। শুধু তাই নয়, করোনা আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে এলে রক্ত দেওয়া যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে ২৮ দিন।