জয়পুর: করোনা পরিস্থিতিতে ঘরবন্দি গোটা দেশ৷ ছন্দহীন দৈনন্দজিন জীবন৷ বন্ধ হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলির রোজগার৷ অনাহারে দিন কাটাচ্ছে এক শ্রেণির মানুষ৷ এই অবস্থায় মানবিকতার নজির গড়ে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু সহৃদয় ব্যক্তি৷ সমাজসেবার এই কাজ সমাদৃত হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ কিন্তু এই সাধুবাদের জোয়ারে সমস্যায় পড়েছে রাজস্থানের কোটা জেলার প্রশাসন৷
এর মূল কারণ হল, করোনা মোকাবিলায় বারবার সোশ্যাল ডিস্টেনসিং বজায় রাখার কথা বলা হলেও, মানুষকে সাহায্য করতে গিয়ে সেলফিতে মজেছেন কিছু মানুষ৷ নিজেদের দানধ্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তৎপর তাঁরা৷ এই সমস্যা মোকাবিলায় খাদ্যদ্রব্য বিতরণের সময় সেলফি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল কোটা জেলা প্রশাসন৷ সেলফি’র বদলে সোশ্যাল ডিস্টেনসিং বজার রাখার নির্দেশ দিল তারা৷
কোটা জেলায় ১০ জনের করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে ভামাসা এবং অন্যান্য ডোনারদের সেলফি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেন জেলা শাসক৷ জেলা শাসক ওমপ্রকাশ কাসেরা বলেন, ‘‘সঠিকভাবে সামাজিক দূরত্ব মেনে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে কিনা, তা দেখার জন্য আমরা প্রতিটি মহকুমা আধিকারিককে নির্দেশ দিয়েছি৷ সরকারি নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি মেনে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷’’
লকডাউন শুরু হওয়ার পরই দেখা যায় কোটা জেলার বহু মানুষ গরীব-দুঃখীদের সহায়তায় এগিয়ে আসছেন৷ দুঃস্থদের মধ্যে তাঁরা খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু করেন৷ কিন্তু সেই সঙ্গে তাঁদের মধ্যে সেলফি তোলার একটা হিড়িকও পড়ে যায়৷ সোশ্যাল ডিস্টেনসিংকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে চলে ফটো সেসন৷ এর পরই লেন্সবন্দি ছবি তাঁরা পোস্ট করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়৷
এদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট করোনা মোকাবিলায় প্রতিটি জেলায় ভিলওয়াড়া মডেল চালু করার নির্দেশ দিয়েছেন৷ ক্রমে কোটার উপরও চাপ বাড়তে শুরু করেছে৷ আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে, খুব শীঘ্রই জয়পুরের মতোই হটস্পট হয়ে উঠবে রাজস্থানের এই জেলা৷ রাজধানী জয়পুরে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১০০ ছাপিয়ে গিয়েছে৷ রাজস্থানে মোট আক্রান্ত ৩৬৩৷ কোটায় দশ করোনা আক্রান্ত হওয়ার পরই সোমবার থেকে সেখানে কারফিউ জারি করে দেওয়া হয়৷ বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত জারি ছিল কারফিউ৷