মুম্বই: ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চলছে প্রায় বেশ কয়েক মাস হল। কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না যে এই যুদ্ধ কবে থামবে। এতদিনেও দুই দেশকে নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নিতে পারেনি রাষ্ট্রসংঘও। সেই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। বিশেষজ্ঞ যারা আছেন তাদের কৌতূহল যে, রাষ্ট্রসংঘ নিজের ক্ষমতা প্রয়োগ করে কেন কোনও পদক্ষেপ করছে না। কিন্তু ভারতে এসে যে কথা বললেন খোদ রাষ্ট্রসংঘ প্রধান তাতে আলোড়ন সৃষ্টি হয়েছে। তাঁর কার্যত স্বীকারোক্তি, তাদের কোনও ক্ষমতাই নেই।
আরও পড়ুন- পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ! বললেন বাইডেন! ধূসর তালিকা থেকে বেরোতে পারবে পাকিস্তান?
আইআইটি বোম্বেতে এক অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছেন রাষ্ট্রসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস। সেখানেই তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ”আমাদের কোনও ক্ষমতাই নেই।” কিন্তু কেন এমন বললেন তিনি? অনুষ্ঠানে তাঁর বক্তব্য, ইউক্রেনে যে যুদ্ধ চলছে তা থামানোর কোনও রাস্তা নেই তাঁর কাছে। কিন্তু তিনি মনে করেছিলেন রাশিয়া, ইউক্রেন, ইউরোপ, আমেরিকা… সকলের সঙ্গে মিলে কাজ করবেন। কিছু করা সম্ভব কিনা দেখবেন। কিন্তু তাদের কোনও ক্ষমতাই নেই। তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এও প্রশ্ন আরও গভীর হয়েছে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি তবে থামবে না ভবিষ্যতে?
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ‘লিগ অফ নেশনস’-এর পথেই হয়তো হাঁটতে চলেছে রাষ্ট্রসংঘ। ক্ষমতা সম্পর্কে মন্তব্য করে আদতে এই জল্পনাই উসকে দিয়েছেন খোদ রাষ্ট্রসংঘ প্রধান। কারণ ইউক্রেন যুদ্ধে একদিকে দাঁড়িয়েছে রাশিয়া ও চিন। অন্যদিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশ। ভারত নিরপেক্ষ অবস্থান নিলেও তারা যে চকিতে রাশিয়ার বিপরীতে যাবে না এটা হয়তো স্পষ্ট হচ্ছে। তাই হয়তো সব দেশকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে চাইছে রাষ্ট্রসংঘ।