আরও কতদিন চলবে লকডাউন? সাফ জানাল কেন্দ্র

আরও কতদিন চলবে লকডাউন? সাফ জানাল কেন্দ্র

913aca733c7a0c76310538f2e56c844c

নয়াদিল্লি:  আরও বাড়তে চলেছে লকডাউনের সময়সীমা৷ বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছিল এই খবরটি৷ তবে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা এখনই নেই কেন্দ্রের৷ এই সংক্রান্ত যাবতীয় খবর ভুয়ো বলে জানিয়ে দিল কেন্দ্র৷

সোমবার কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, ‘‘এই বিষয়ে মিডিয়ায় একটা গুজব ছড়িয়ে পড়েছে৷ বলা হচ্ছে ২১ দিনের লকডাউন পর্ব শেষ হওয়ার পর ফের বাড়ানো হবে লকডাউনের সময়সীমা৷ এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন৷ এ ধরণের মিডিয়া রিপোর্ট দেখে আমি হতবাক৷’’

কেন্দ্রীয় সরকারের সংবাদমাধ্যম প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র তরফে ট্যুইট করে বলা হয়, ‘‘ গুজবের পাশাপাশি বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ২১ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ফের লকডাউনের সময়সীমা বাড়ানো হবে৷ মন্ত্রিসভার সচিব এই ধরনের দাবি খারিজ করেছেন৷ খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন৷’’