নয়াদিল্লি: লকডাউনের শিথিলতা নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র৷ বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে বলে শুক্রবার রাতেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ বলা হয়েছিল পাড়ার ছোটখাটো সেলুন ও দোকান খোলা যাবে৷
কিন্তু শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পূণ্যসলিলা শ্রীবাস্তব জানান, কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, সুরক্ষিত এলাকাগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছু দোকান খোলা যাবে। সেই তালিকায় সেলুন, রেস্তোরাঁ কিংবা মদের দোকান নেই৷ সেলুন বা রেস্তোরাঁ খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এগুলি পরিষেবা কেন্দ্রীক দোকান। এগুলি খোলার অনুমতি নেই৷
তিনি আরও জানিয়েছেন, গ্রামাঞ্চলে যে সমস্ত দোকানে শুধুমাত্র কেনাবেচা হয়, সেগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে৷ পাড়া এবং আসাবসনের মধ্যে থাকা দোকানগুলি খোলা থাকবে৷ শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতার দোকান খোলা হবে৷ তবে বন্ধ থাকবে বড় বড় দোকান এবং শপিং মল৷ ছোট দোকানগুলি খুললেও মাস্ক পরা বাধ্যতামূলক৷ স্বাস্থ্যবিধি বজায় রাখতে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব৷ তবে যে এলাকাগুলি হটস্পট কিংবা কনটেনমেন্ট এলাকাগুলি, সেখানে পূর্ববর্তী নির্দেশ বহাল থাকবে। সেইসব এলাকাগুলিতে ৩ মে পর্যন্ত কঠোর ভাবেই লকডাউন মানা হবে। রেড জোন এলাকাগুলিতে কোনও ছাড় মিলবে না৷
Hair salons & barber shops render services. Our order is applicable on shops which deal in sale of items. There is no order to open barber shops & hair salons. There is no order to open liquor shops too: Joint Secretary (Home Affairs) Punya Salila Srivastava #CoronavirusLockdown pic.twitter.com/miqhRlFUPj
— ANI (@ANI) April 25, 2020
দীর্ঘ লকডাউনের ধাক্কা কাটাতে এবার সাধারণ দোকানের ক্ষেত্রে লকডাউনের আওতার বাইরে রাখার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ তবে, করোনা প্রভাবিত এলাকায় এই নির্দেশিকা কার্যকর হবে না৷ বন্ধ থাকবে শপিং মল৷ অনুমতি নিয়ে দোকান খোলা যাবে৷ তবে, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতেই হবে৷ ৫০ শতাংশ কর্মী নিয়ে দোকান খোলার ছড়পত্র দেওয়া হয়েছে৷ মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব রেখে দোকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷