পুলওয়ামা: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার গান্ডিবাগ গ্রাম। ১৪ ফেব্রুয়ারির পর রাতারাতি সংবাদের শিরোনামে উঠে আসে এই গ্রাম। কারণ, পুলওয়ামায় আধাসেনা কনভয়ে আত্মঘাতী হামলাকারী জঙ্গি আদিল দারের জন্মভিটে এই গ্রামেই।
বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনার কনভয়ে ঢুকে পড়েছিল আদিল দার। সোমবার সেই গ্রামে লোকসভা নির্বাচনের বুথ বসেছিল। ‘জঙ্গির গ্রাম’ নামে কুখ্যাত গ্রামটিতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি ছিল না। দু’দিন আগে থেকেই সেনার ভারী বুটের আওয়াজে গান্ডিবাগের আকাশ-বাতাস কেঁপে উঠছিল। সোমবার সকালে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়। গ্রামের একটি মাত্র বুথ। কিন্তু সেখানে নিরাপত্তা কর্মীদের ভিড় ছাড়া কেউ তেমন যায়নি। বেলা ১টা পর্যন্ত একটিও ভোট পড়েনি। গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দেননি।
তাহলে কেন ভোট পড়ল না? উত্তর জানে না নির্বাচন কমিশন। আত্মঘাতী জঙ্গি আদিল দারের বাবা গুলাম হাসান বলেন, আমরা ভোট দেব না। কেউ দেবে না। তবে আমরা কাউকে ভোট দিতে নিষেধ করিনি। যদি কেউ চান, তাহলে ভোট দিতে পারেন। আমরা বাধা দেব না। ভোট দিলেই কী কাশ্মীরের সমস্যার সমাধান হয়ে যাবে? আমরা জানি না।