সতর্কতা চরমে, কেউ চমকাতে পারবে না! চিনকে হুঁশিয়ারি ITBP-র

লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সংঘর্ষ এখনো উত্তেজক পরিস্থিতি তৈরী করে রেখেছে দুই দেশের মধ্যে।

81e6a2a93483f172f4edfb7768f3f578 scaled

তাওয়াং: লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সংঘর্ষ এখনো উত্তেজক পরিস্থিতি তৈরী করে রেখেছে দুই দেশের মধ্যে। সীমান্ত নিয়ে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন ফন্দি আঁটছে চীন এবং ভারতও তার পাল্টা জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে অরুণাচল প্রদেশ তাওয়াং সেক্টরের প্রকৃত সীমান্তরেখা নিয়েও উদ্বেগ বহাল, কারণ সেখানেও সিন নেতিবাচক কিছু পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা রয়ে গেছে। তবে তাওয়াং সেক্টরের সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্তকতা এমন জায়গায় যে কেউ চমকাতে পারবে না, চীনের লাল ফৌজকে এইভাবে হুঁশিয়ারি দিয়ে রাখল ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি।

কমান্ডোর আইবি ঝা, আইটিবিপির ৫৫ ব্যাটেলিয়নের তরফ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দেশকে সবদিক দিয়ে রক্ষা করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এমতাবস্থায় তাওয়াং সীমান্তে সতর্কতার চরমে রেখেছে দেশের সেনাবাহিনী। এই মুহূর্তে কেউ ভারতকে চমকাতে পারবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইটিবিপি জওয়ানের কথায়, লাদাখে ভারতের সেনাবাহিনী যেভাবে লড়াই করেছে তা নজিরবিহীন। চীনকে বুঝিয়ে দেওয়া গেছে যে ভারত কোন অংশে কম নয় তাদের থেকে। এখানেও একই রকম ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় সেনা। তাই কোনভাবেই ভারতকে চমকাতে পারবে না বেজিংয়ের লাল ফৌজ, এমন স্পষ্ট দাবি তাঁর। উল্লেখ্য, ইতিমধ্যে আইটিবিপিতে আরো ১০ হাজার সেনা নিয়োগের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সুতরাং আগামী কয়েক বছরে ভারতীয় সেনা যে আরও শক্তিশালী হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।

প্রসঙ্গত লাদাখের গালওয়ান উপত্যকা চীনের সেনার সঙ্গে ভারতীয় সেনা সংঘর্ষে লিপ্ত হয়। সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন। চীনের কমপক্ষে ৪০ জন সেনা নিহত হয়েছে বলে খবর ছড়িয়ে ছিল যদিও বেজিং সরকারের তরফে এটা অস্বীকার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে একাধিকবার ভারত এবং চীন বৈঠক করলেও ইতিবাচক কোনো সমাধান সূত্র বের হয়নি এখনো পর্যন্ত। এদিকে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে একাধিক অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার যা বিশেষজ্ঞদের মতে চীনের অর্থনৈতিক প্রসারে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *