মোদীর শিক্ষাগত ডিগ্রি প্রকাশের প্রয়োজন নেই! স্পষ্ট জানাল আদালত

মোদীর শিক্ষাগত ডিগ্রি প্রকাশের প্রয়োজন নেই! স্পষ্ট জানাল আদালত

আহমেদাবাদ: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন একবার নয়, বহুবার তোলা হয়েছে। বিরোধীদের এই ইস্যুতে কটাক্ষও করেছে কেন্দ্রের শাসক দল। কিন্তু সেই অর্থে প্রশ্নের পোক্ত উত্তর মেলেনি। সম্প্রতি মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করে তাঁর ডিগ্রির প্রমাণ চেয়ে জাতীয় তথ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তবে গুজরাট হাইকোর্ট এই ইস্যুতে সব আবেদন খারিজ করে দিয়েছে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী শিক্ষাগত ডিগ্রি প্রকাশের কোনও দরকার নেই। 

কেজরিওয়াল যে আবেদন করেছিলেন তার ভিত্তিতে তথ্য কমিশন প্রধানমন্ত্রীর দফতরের পাবলিক ইনফরমেশন অফিসারকে মোদীর ডিগ্রি প্রকাশের নির্দেশ দিয়েছিল। একই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসারদেরও। কিন্তু হাইকোর্টে এই মামলা যাওয়ার পর বিচারপতির স্পষ্ট নির্দেশ, এমনটা করা যাবে না। প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশের কোনও প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছে আদালত। এই ইস্যুতে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ হয়েছে। 

এই মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি ছিল, শিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতাহীন ব্যক্তির মধ্যে গণতন্ত্র কোনও বিভাজন করে না। আর এই ইস্যুতে কোনও জনগণের স্বার্থও জড়িত নয়। তাই এই সংক্রান্ত ব্যাপারে কোনও কিছু জানতে চাওয়া অযৌক্তিক বলে দাবি করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *