স্যানেটাইজার বিক্রি-মজুতে লাগবে না অনুমতি, অবাধ বিক্রির ছাড়পত্র কেন্দ্রের

স্যানেটাইজার বিক্রি-মজুতে লাগবে না অনুমতি, অবাধ বিক্রির ছাড়পত্র কেন্দ্রের

 

নয়াদিল্লি:  সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ আরও জটিল হচ্ছে কোভিড পরিস্থিতি৷ এই অবস্থায় হ্যান্ড স্যানিটাইজার বিক্রির নিয়ম লঘু করল কেন্দ্রীয় সরকার৷ ফলে এবার থেকে যে কেউ হ্যান্ড স্যানিটাইজার বিক্রি ও মজুত করতে পারবেন৷ এর জন্য কোনও অনুমতিপত্রের প্রয়োজন হবে না৷ 

আরও পড়ুন- বদলে গেল বাইক চালানোর নিয়ম, জারি একগুচ্ছ নির্দেশিকা

কোভিড-১৯ প্যান্ডেমিকের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস-এর অধীনে এই ছাড় দেওয়া হয়েছে৷ তবে সেইসঙ্গে একটি শর্তও লাগু করা হয়েছে৷ বলা হয়েছে, কোনও ভাবেই এক্সপায়ারি ডেট পার হওয়ার পর হ্যান্ড স্যানিটাইজার বিক্রি বা মজুত করা যাবে না৷ এই বিষয়টি নিশ্চিত করতে হবে খুচরো বিক্রেতাদেরই৷ এই কাজ করা হলে তা ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস মোতাবেক অপরাধ বলে গণ্য করা হবে৷ 

আরও পড়ুন- BREAKING: বদলে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা, ৩৫ বছর পর ফিরছে শিক্ষামন্ত্রক

Sanitisers

সোমবার প্রকাশিত সরকারি গ্যাজেটে স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি বলা হয়েছে, আপৎকালীন তৎপরতায় এই নিয়ম লাগু হচ্ছে। কোভিড পরিস্থিতিতে জরুরি পণ্য হয়ে উঠেছে হ্যান্ড স্যানিটাইজার৷ এই পণ্যটি যাতে মানুষের কাছে সহজলভ্য হয়, সে দিকেই নজর দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- আরও জটিল কলেজে ভর্তি প্রক্রিয়া! পুরোনো রোগ নিয়ে দুশ্চিন্তায় বহু কলেজ

তবে বিভিন্ন মহল থেকে এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে৷ অল ইন্ডিয়া অরগানাইজেশান অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের তরফে বলা হচ্ছে, এই সিদ্ধান্তের জন্য পরবর্তী সময়ে ভুগতে হতে পারে৷  কারণ লাইসেন্সে ছাড় দেওয়ার ফলে সস্তায় নিম্ন গুণমানের স্যানেটাইজার বিক্রির সম্ভাবনা বাড়বে। 

আরও পড়ুন- জরুরি পণ্যের তালিকা থেকে বাদ মাস্ক-স্যানেটাইজার! দাম বৃদ্ধির আশঙ্কা

প্রসঙ্গত, এই সংস্থায় নথিভুক্ত রয়েছেন সাড়ে আট লক্ষ কেমিস্ট। গত সপ্তাহেই এই সংস্থার তরফে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আর্জি, ওষুধের দোকান ছাড়া অন্য কোথাও যেন স্যানেটাইজার বিক্রি করা না হয়। সংস্থার দাবি, ছাড় দেওয়া হলে স্যানেটাইজারে কোনও কোয়ালিটি কন্ট্রোল থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 5 =