চর্চায় ‘লাভ জিহাদ’! তবে আইন আনার পরিকল্পনা নেই কেন্দ্রের, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

চর্চায় ‘লাভ জিহাদ’! তবে আইন আনার পরিকল্পনা নেই কেন্দ্রের, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি:  বেশ কিছু দিন ধরেই চর্চার বিষয় হয়ে উঠেছে ‘লাভ জিহাদ’৷ এই শব্দটি নিয়ে বেশ আলোড়ন পড়েছে দেশজুড়ে৷ বিয়ের নামে ধর্মান্তরকরণ রুখতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি বিজেপি শাষিত রাজ্য লাভ জিহাদ বিরোধী আইন এনেছে৷ তবে ধর্মান্তরকরণ রুখতে আইন প্রবর্তনের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- জনগণনা হবেই, কিন্তু NRC হবে? সংসদীয় কমিটিকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

তবে রাজ্যগুলি এই আইন প্রণয়ণ করবে কিনা, তা সম্পূর্ণভাবেই তাদের নিজস্ব সিদ্ধান্ত বলেও এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ মঙ্গলবার লোকসভায় একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ভিন ধর্মে বিয়ে রুখতে ধর্মান্তরকরণ বিরোধী আইনের প্রস্তাব আনার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের৷ স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানায়, ধর্মান্তরকরণ সম্পর্কিত বিষয়টি চিহ্নিত করা, অভিযোগ দায়ের করা বা তদন্ত ও বিচারের বিষয়টি রাজ্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল৷ 

উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিতর্কিত ধর্মান্তরকরণ বিরোধী আইন৷ সেই সঙ্গে লাভ জিহাদ রুখতে শীঘ্রই একই ধরনের আইন আনার কথা ঘোষণা করেছে অসম এবং কর্ণাটক সরকার৷ তাৎপর্যপূর্ণ ভাবে প্রতিটি রাজ্যই বিজেপি শাসিত৷ 

প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, তিনি ব্যক্তিগত ভাবে বিয়ের নামে ধর্মান্তরকরণে বিশ্বাসী নন৷ লাভ জিহাদ অর্থাৎ বিয়ের জন্য জোড় করে ধর্মান্তরকরণ রুখতে তেড়েফুড়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলি৷ বঙ্গে ক্ষমতায় এলে এ রাজ্যেও লাভ জিহাদ আইন আনা হবে বলে ঘেষণা করছেন বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তর মিশ্র৷ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বাংলায় বিতর্কের ঝড় উঠেছে৷ 

আরও পড়ুন- কৃষি আইন প্রত্যাহারের দাবি! বিরোধীদের হট্টগোলে তোলপাড় রাজ্যসভা

গতকাল লাভ জিহাদ ইস্যু ছাড়াও কৃষি বিল নিয়ে তোলপাড় হয় লোকসভা৷ দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান তোলেন বিরোধীরা৷ এর আগে বুধবার সকাল ৯টা পর্যন্ত মুলতুবি করা হয় রাজ্যসভার অধিবেশন৷ 
    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 4 =