মধ্যবিত্তের আশা ভঙ্গ, একই রইল আয়কর! কেন? ব্যাখ্যা দিলেন নির্মলা

মধ্যবিত্তের আশা ভঙ্গ, একই রইল আয়কর! কেন? ব্যাখ্যা দিলেন নির্মলা

income tax 

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনও বদল আনা হল না৷ কেন এমনটা করা হল তার ব্যখ্যাও দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি স্পষ্টই বলেন, ‘‘এই বছর ভোট৷ সে কারণেই আয়কর নিয়ে আমরা কোনও সিদ্ধান্ত ঘোষণা করলাম না।’’ যদিও ২০১৯ সালে প্রথম মোদী সরকারের শেষ বাজেটে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল। তবে এদিন অর্থমন্ত্রী জানান, আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, তার সময়সীমা বাড়ানো হল। পরবর্তী বাজেট পর্যন্ত তা বজায় থাকবে৷

পুরনো কর কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন হারে আয়কর প্রযোজ্য হয় ২ লক্ষ ৫০ টাকা আয়ের উপর৷ মনে করা হচ্ছিল, লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে তা ৫০,০০০ টাকা বাড়িয়ে ৩ লক্ষ করা হতে পারে৷ তেমনটা হলে বছরে ১২৫০ টাকা সাশ্রয় হবে। ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে লাগবে না। সেই সঙ্গে শোনা যাচ্ছিল, পুরনো এবং নতুন, দুই কর কাঠামোতেই ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’-এর পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হতে পারে৷ কিন্তু, তেমন কিছুই করা হল না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =