হাইকোর্টের নির্দেশে স্বস্তি টিম-পাইলটের, আপাতত খারিজ নয় বিধায়ক পদ

হাইকোর্টের নির্দেশে স্বস্তি টিম-পাইলটের, আপাতত খারিজ নয় বিধায়ক পদ

8c46f4685061488cd33a5aba180858eb

জয়পুর: মরুরাজ্যের রাজনীতিতে নাটকীয় মোড়৷ মঙ্গলবার বিকেল পর্যন্ত শচীন পাইলট এবং তাঁর ১৮ জন অনুগামী বিধায়কের বিরুদ্ধে বিধানসভার স্পিকার সিপি জোশি কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে নির্দেশ দিল রাজস্থান হাইকোর্ট৷ আগামী সোমবার সকাল ১০টা পর্যন্ত এই মামলা মুলতুবি করা হয়েছে৷ তার আগে অন্তর্বর্তীকালীন নির্দেশে অধ্যক্ষকে মঙ্গলবার পর্যন্ত বিধায়কপদ খারিজ প্রক্রিয়া স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।  আদালতের এই নির্দেশে খানিক স্বস্তিতে পাইলট শিবির৷ 

মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের মতবিরোধকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে রাজস্থানের রাজনৈতিক মহল৷ এর পরেই উপমুখ্যমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয় শচীন পাইলটকে৷ সেইসঙ্গে তাঁকে এবং তাঁর অনুগামী বিধায়কদের ধরানো বরখাস্তের নোটিশ৷ এই নোটিশকে চ্যলেঞ্জ জানিয়েই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা৷ অ্যান্টি ডিফেকশন আইনে এই বরখাস্ত নোটিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায় টিম-পাইলট৷

তাঁদের যুক্তি, তাঁরা তাঁদের সদস্যপদ ত্যাগ করেনি এমনকী কংগ্রেসের বৈঠকেও যোগ দিয়েছেন৷ তাঁদের বাক স্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা৷ তাঁদের উপর দলের সংখ্যাগরিষ্ঠের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও টিম পাইলটের অভিযোগ৷ 

এদিকে, গত এক সপ্তাহ ধরে দিল্লিতেই রয়েছেন শচীন পাইলট৷ তাঁর সঙ্গে তাঁর অনুগামী ২০ জন বিধায়ক রয়েছেন বলেও কংগ্রেস শিবিরের দাবি৷ যদিও পাইলট জানিয়ে দিয়েছেন বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি৷ পাইলটের এই মন্ত্যব্যের পরই তাঁকে ঘরে ফিরে আসতে বলেন কংগ্রেসের মুখপাত্র রণদীর সুরজেওয়ালা৷ মুখ্যমন্ত্রী অশোহ গেহলটও জানিয়েছেন, পাইলটের সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা নেই তাঁর৷ তিনি ফের মূলস্রোতে ফিরতে চাইলে তাঁকে স্বাগত জানাবেন৷  অথচ এই পাইলটের  বিরুদ্ধেই ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ এমনকী, বিধায়কপিছু ১৪ কোটি টাকা প্রস্তাব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন গেহলট৷

অন্যদিকে, অশোক গেহলট সরকার ফেলতে ষড়যন্ত্রের অভিযোগে আজ সকালে দলের দুই বিধায়ক বিশ্বভেন্দ্র সিং ও ভানওয়াড়ালাল শর্মাকে সাসপেন্ড করেছে কংগ্রেস। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।  অভিযোগ, বিধায়ক কেনাবেচায় অর্থের প্রস্তাব দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *