BREAKING: আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না! সিদ্ধান্ত নিল RBI

BREAKING: আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না! সিদ্ধান্ত নিল RBI

3 stocks recomended

নয়াদিল্লি: আবারও একপ্রকার নোটবন্দি। নতুন করে আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপাতত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বৈধ থাকবে। কিন্তু তারপর থেকে আর বৈধ বলা যাবে না এই নোটকে। ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দি করে এই ২ হাজার টাকার নোট চালু করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই ২০০০ টাকা আর বৈধতা পাবে না অক্টোবর মাস থেকে। 

ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আরবিআইয়ের তরফে। বলা হয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। একই সঙ্গে জানান হয়েছে, যে কোনও ব্যাঙ্ক থেকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। সুতরাং এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে। একটি বিষয় খেয়াল করে দেখা যায়, বিগত প্রায় অনেক মাস ধরেই বাজারে এই নোটের আকাল দেখা যাচ্ছিল। এটিএম মেশিনেও মিলছিল না এই নোট। তখনই থেকেই এমন একটা আভাস পাওয়া যাচ্ছিল বটে।