Aajbikel

'ইন্ডিয়া' নামে সন্তুষ্ট নন নীতীশ, বিরোধী জোটে শুরু থেকেই জটিলতা

 | 
নীতীশ

নয়াদিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের নতুন নাম রাখা হয়েছে। আগে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের নাম ছিল ইউপিএ, এখন তা হয়েছে ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স। সম্প্রতি বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকের পরেই এই নাম ঘোষণা করা হয়। যদিও জানা গিয়েছে, এই নাম নিয়ে খুব একটা খুশি নন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই এই নামের বিরোধিতা করেছেন। 

আগামী বছরের হাইভোল্টেজ ভোটের আগে দেশের বিরোধী শক্তিকে একত্রে করার কাজ এবার আগে শুরু করেছিলেন নীতীশ কুমার। মূলত তাঁরই উদ্যোগে পাটনায় প্রথম বিজেপি বিরোধী বৈঠক হয়েছিল। তারপর দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে। এই বৈঠকে ২৬টি দলের বিরোধী জোটের নামকরণ যা হয়েছে তা সন্তুষ্ট করতে পারেনি নীতীশকে। তিনি প্রশ্ন তুলেছেন, কী করে জোটের নাম ‘ইন্ডিয়া’ হতে পারে। শুধু তাই নয়, আচমকা কংগ্রেস জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে এমন ভেবে তিনি আরও অসন্তুষ্ট হয়েছেন বলে সূত্রের খবর। তাহলে কি বিরোধী জোট ঠিক মতো কাজ শুরুর আগেই কি থমকে যাবে, প্রশ্ন উঠতে শুরু করেছে। 

জানা গিয়েছে, পরবর্তী বিরোধী জোটের বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। তবে সেই বৈঠকের আগে জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কারা কারা থাকবেন এই কমিটিতে তাও ওই বৈঠকের আগেই ঠিক করা হবে। তবে এই মুহূর্তে বলা যায়, পুরনো অস্তিত্ব ত্যাগ করে এখন কংগ্রেস নেতৃত্বাধীন নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬টি বিরোধী দল।

Around The Web

Trending News

You May like