কেন নীতিশ কুমার এক্স ফ্যাক্টর NDA-ইন্ডিয়ার জন্য?

কলকাতা: নীতিশ কুমার পাল্টি মারলে রাহুল গান্ধী হবেন প্রধানমন্ত্রী! যে কোনও সময় মোদীর হাত ছাড়তে পারেন নীতিশ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তাতে ফোকাস করতে…

Nitish Kumar and Chandrababu Naidu silent mode

কলকাতা: নীতিশ কুমার পাল্টি মারলে রাহুল গান্ধী হবেন প্রধানমন্ত্রী! যে কোনও সময় মোদীর হাত ছাড়তে পারেন নীতিশ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তাতে ফোকাস করতে হবে৷ চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার বড় দাবি করছে বিজেপির কাছে৷ খেলা তো এখনও বাকী বলছে রাজনৈতিক মহল৷

কেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এই মূহুর্তে দাঁড়িয়ে এতটা গুরুত্বপূর্ণ এনডিএ ও ইন্ডিয়া এই ২ জোটের জন্য৷ এরা যাদের দিকে যাবে তারাই গড়বে সরকার৷ মোদীর হাত ছেড়ে নাইডু ও নীতিশ ইন্ডিয়া জোটে সামিল হলে কে হবে জোটের প্রধানমন্ত্রী? রাহুল গান্ধী নাকি অন্য কেউ? দেখুন এJন জোট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর। এই আবহেই নিজেদের ঘাঁটি আরও শক্ত করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিকেরা। এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে। বিশেষ করে বুধবার সকালে।

কারণ ঘটনাচক্রে, একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতীশ কুমার। বিমানে তাঁদের আসনও একেবারে পর পর। যদিও তাঁরা নাকি আলাদা আলাদা দু’টি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। নীতীশ দিল্লি যাচ্ছেন এনডিএ শরিকদলগুলির সঙ্গে বৈঠক করতে। তেজস্বী বৈঠকে বসবেন ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে। সত্যিই কি তাই? নাকি তলায় তলায় নীতিশ কুমার চেলেছেন অন্য চাল৷ চরম জল্পনা রয়েছে নীতিশ কুমারের ফের পাল্টি মারার৷ কারণ তার পাল্টি মারার ইতিহাস বেশ লম্বা৷

সরকার গড়তে গেলে ২৭২ টি আসন চাই উভয় পক্ষেরই৷ প্রথমে এনডিএ নিয়ে কথা বলব৷ যেখানে বিজেপি একা পেয়েছে ২৪০টি আসন৷
জেডিইউ- ২৪০+ ১২ = ২৫২
টিডিপি-২৫২ + ১৬ = ২৬৮
এলজেপি-২৬৮ + ৫ = ২৭৩
শিবসেনা- ২৭৩ + ৭ = ২৮০
ও অন্য দল- ২৮০ + ১৩ = ২৯৩
এমনটা হলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীই৷ তবে যদি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কোনও কারণে হাত ছেড়ে দেয় এনডিএর চলে যায় ইন্ডিয়া জোটে তাহলে সংখ্যাতত্ত্ব দাঁড়াবে
ইন্ডিয়া- ২৩২
জেডিইউ- ২৩২ + ১২ = ২৪৪
টিডিপি- ২৪৪ + ১৬ = ২৬০

এরপরও ২৭২ এ পৌঁছতে গেলে এনডিএকে ভাঙাতে হবে৷ এখানেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘আমি আরএসএসের লোকেদেরও বলব, বিজেপিতেও কিছু ভালো লোক রয়েছেন। তাঁদের আমি অনুরোধ করছি, এখনই যদি আপনারা বিদ্রোহ না করেন, পরে আর সুযোগ পাবেন না। তাই এই সুযোগের ব্যবহার করুন।’ এদিকে আরএলডির তেজস্বীর যাদবের দাবি অপেক্ষা করুন আর দেখুন আদতে কী হয়৷ এদিকে সূত্রের দাবি, এনডিএর কাছ থেকে সমর্থনের পরিবর্তে কৃষি, জলশক্তি, আইটি, এবং MoS ফিনান্স সহ একগুচ্ছ পদের দাবি করেছে চন্দ্রবাবু নাইডু৷ এবার দেখার পরিস্থিতি আদতে কী দাঁড়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *