পাটনা: সোশ্যাল মিডিয়ায় আর সরকারের বিরোধিতা করে কোনও পোস্ট বা মন্তব্য করা যাবে না, এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সরকার বা সরকারি কোনও আধিকারিক বা মন্ত্রীর বিরুদ্ধে কোনও রকম আপত্তিজনক পোস্ট বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিল বিহার সরকার। এছাড়াও নীতীশ কুমার এই ধরণের পোস্ট করাকে শাস্তিযোগ্য সাইবার ক্রাইমের আওতায় আনার কথাও ঘোষণা করেছেন৷
এর আগেও বহুবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিভিন্ন ধরণের সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরোধীতামূলক পোস্টের সমালোচনা করতে দেখা গেছে। এ নিয়ে বিভিন্ন জনসভার মঞ্চ থেকেও তিনি কড়া মন্তব্য করেছেন বেশ কয়েকবার। এবার সরাসরি এই ধরনের পোস্ট করা ব্যক্তিদের ‘অপরাধী’ বলে চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে একটি বার্তায় নীতীশ কুমার বিহারের ইকোনমিক অফেন্সেস উইংয়ের আইজি নায়ার হাসনেন খানকে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক পোস্টগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও ওই বার্তায় তিনি ওই ধরণের মানহানিকর পোস্টগুলিকে রিপোর্ট করে পোস্ট-কর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেছেন।
মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে বিহারের ইকোনমিক অফেন্সেস উইংয়ের আইজি নায়ার হাসনেন খান রাজ্যের সমস্ত সচিবকে জানিয়েছেন, সরকার, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক বা মানহানিকর পোস্ট বা মন্তব্যরত ব্যক্তি বা সংস্থাগুলি সম্পুর্ণ আইনবিরোধী এবং তিনি তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও জানিয়েছেন৷ এদিকে সরকারের সমালোচনা করা যদি অপরাধ হয়, তাহলে রাজ্যের আইন ব্যবস্থা কোথায়? এই প্রশ্নে সরব হয়েছে রাজ্যের বিরোধীরা৷ তাদের দাবি, এর মাধ্যমে সাধারণ মানুষের মতপ্রকাশ ও সমালোচনার অধিকার খর্ব করা হল, যা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারেগুলিকে সম্পুর্ণভাবে খণ্ডন করে৷