জল্পনাই সত্যি হল! বিজেপির সঙ্গে জোট ভাঙলেন নীতীশ কুমার

জল্পনাই সত্যি হল! বিজেপির সঙ্গে জোট ভাঙলেন নীতীশ কুমার

 পাটনাঃ জল্পনাই সত্যি হল। ভেঙ্গে গেল বিজেপি এবং জনতা দল তথা জেডিইউ জোট। বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করার পরেই মঙ্গলবার দুপুরে একথা সরকারি ভাবে জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নীতীশ মঙ্গলবার দুপুরে রাজ্যপালের কাছে বিহার সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে এসেছেন। ফলে বিহারের রাজনীতিতে এই মুহূর্তে উঠেছে বিতর্কের ঝড়। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, নীতীশের এই সমর্থন প্রত্যাহার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বড় একটা ধাক্কা। 

উল্লেখ্য, বিহারে যে ফের বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ তা এক প্রকার পরিষ্কার ছিল। বিজেপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ-এর সম্পর্কে ছেদ একপ্রকার প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। জানা যায়, জোটসঙ্গী বিজেপির হাত ছেড়ে পুরনো সাথী তথা লালু প্রসাদের দল আরজেডির সঙ্গে হাত মেলানোর পথেই এগোচ্ছেন নীতীশ কুমার। সবকিছু ঠিকঠাক থাকলে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলের মধ্যেই এই জোট সম্পর্কিত চূড়ান্ত ঘোষণা করতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এর মধ্যেই খবর মেলে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চাইলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অন্যদিকে ততক্ষণে শেষ হয়েছে জেডিইউয়ের বিধায়কদের সঙ্গে বৈঠকও। আর সেই বৈঠক শেষেই বিজেপির সঙ্গে জোট ছিন্ন করার কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। 

অন্যদিকে জানা যাচ্ছে, আজ বিকেলেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করছেন নীতীশ। তাঁর সঙ্গে থাকতে পারেন তেজস্বীও। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, জোট বিছিন্ন করার কথা সরকারিভাবে জানাতেই নীতীশের রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ। এদিন বিকেল ৪ টের সময়ে রাজভবনে যাওয়ার কথা তাঁদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + three =