Aajbikel

জাঁকজমকহীন ঘরোয়া অনুষ্ঠান, বৈদিক মতে মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

 | 
নির্মলা

নয়াদিল্লি: লক্ষ্মীবারের শুভক্ষণে বিয়ে সারলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মেয়ে পরকালা বঙ্গময়ী৷ শাশুড়ি হলেন নির্মলা৷ তবে বিয়ে হল একেবারেই সাদামাটা৷ অর্থমন্ত্রী-কন্যার বিয়েতে দেখা গেল না কোনও আড়ম্বর৷ জাঁকজমকহীন ভাবে নিছক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের বিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ জাতীয় স্তরের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী,  সীতারমণ পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সাতপাকে বাঁধা পড়েন পরকালা। ছিলেন না কোনও রাজনৈতিক হেভিওয়েট নেতা বা বিনোদন জগতের সেলিব্রিটিরা। তাঁর বিয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই মজে নেটিজেনরা। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের আচার-অনুষ্ঠান চলছে। সীতারামনের মেয়েকে হারের মতো কিছু একটা পরিয়ে দেন অর্থমন্ত্রীর জামাই। পরকালাও স্বামীর গলায় তেমনই একটা কিছু পরিয়ে দেন৷ মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন সীতারামন। উদুপি আদামারু মঠের পুরোহিতরা বর-কনেকে আশীর্বাদ করেন। মঠের বৈদিক নিয়ম মেনই বিবাহ সম্পন্ন হয়। এদিন পরকালা সেজেছিলেন গোলাপী রঙের বাঙ্ময়ী শাড়িতে৷ সঙ্গে সবুজ রঙের মানানসই ব্লাউজ। বরের পরনে ছিল সাদা পাঞ্চা ধুতি ও শাল। অন্যদিকে কনের মা, অর্থাৎ নির্মলা সীতারমণ পরেছিলেন নীল ও কমলা রঙের একটি মোলাকালমুরু শাড়ি।

জানা গিয়েছে অর্থমন্ত্রীর জামাই প্রতীক দোশি গুজরাতের বাসিন্দা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন গুরুত্বপূর্ণ সহযোগী। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট স্কুল থেকে স্নাতক পাশ করা প্রতীক বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিযুক্ত। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন, প্রতীক মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করতেন। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন নমো। সেই সময় গুজরাট থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে এসেছিলেন প্রতীককে৷  ২০১৯ সালের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রতীককে অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করেন নমো।

Around The Web

Trending News

You May like