নীলের উপর ঘিয়ে সুতোর কাঁথা স্টিজ, এবারও বাজেটে নজর কাড়ল নির্মলার শাড়ি, জানেন দাম কত?

নীলের উপর ঘিয়ে সুতোর কাঁথা স্টিজ, এবারও বাজেটে নজর কাড়ল নির্মলার শাড়ি, জানেন দাম কত?

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বৃহস্পতিবার সকাল ১১ টায় ষষ্ঠবার বাজেট পেশ করেন তিনি৷ তবে এটি পূর্ণাঙ্গ বাজেট নয়৷ ভোট অন অ্যাকাউন্ট বাজেট৷ কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট ঘিরে আশায় বুক বেঁধেছিল মধ্যবিত্ত৷ প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেবনিকেষ যাই হোক না কেন, এবারও নজর কেড়েছে অর্থমন্ত্রীর শাড়ি৷ প্রতি বছরই তাঁর শাড়ি হয়ে ওঠে ফ্যাশন স্টেটমেন্ট৷ এবারও ব্যতিক্রম হল না। তবে এবার আর লাল ঘেষা নয়, বরং নীল রঙের তসরের শাড়িতে দেখা গেল অর্থমন্ত্রীকে।

ভারতীয় টেক্সটাইলের প্রতি নির্মলা সীতারমনের যে বিশেষ টান রয়েছে, সে কথা কারোরই অজানা নয়৷ বেশিরভাগ সময়েই বিভিন্ন ধরনের ভারতীয় হ্যান্ডলুম শাড়িতে দেখা যায় তাঁকে। গত বছর বাজেটের দিন নাভালাগুন্ডা এমব্রয়ডারির সঙ্গে হাতে বোনা লাল ইল্কল শাড়ি পরেছিলেন অর্থমন্ত্রী। সঙ্গে ছিল টেম্পল বর্ডার৷ তার আগে ২০২২-এর বাজেট পেশের দিন তিনি বেছেছিলেন একটি মরিচা বাদামী রঙের বোমকাই শাড়ি।  তবে এবার লাল ছেড়ে নীল রঙের কাঁথা স্টিজের শাড়ি বাছলেন নির্মলা।  তুতে নীলের উপর ঘিয়ে রঙের সুতোর কাজ৷ লতা-পাতা আঁকা নকশি কাঁথার কাজ নজর কাড়ল সকলেরই৷ 

তবে জানেন কি, নির্মলার আজকের শাড়ির সঙ্গে পশ্চিমবাংলার বিশেষ যোগ রয়েছে৷ কাঁথা হল ভারতের সূচিকর্মের প্রাচীনতম রূপগুলির মধ্যে অন্যতম৷ এই কারুকাজ করে জীবিকা অর্জন করেন দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মহিলা৷ তবে তথ্য বলছে, এই কাঁথা শিল্পের জন্মভূমি নাকি আমাদের গ্রামবাংলা৷ যদিও উনিশ শতকের গোড়ায় এই শিল্প বিলুপ্ত হয়ে যায়৷ ১৯৪০ সাল নাগাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ নতুন করে এই শিল্পে প্রাণসঞ্চার করে৷ বাংলাদেশের মুক্তি যুদ্ধের পর থেকে কাঁথা শিল্প অত্যন্ত মূল্যবান ও কাঙ্খিত শিল্পে পরিণত হয়৷ 

ফ্যাশন বিশেষজ্ঞরা বলেন, ভারতে মহিলা রাজনীতিকদের মধ্যে শাড়ি নিয়ে ফ্যাশন গোল দিতেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ন্যূনতম সাজগোজের সঙ্গে তাঁতে বোনা হ্যান্ডলুম শাড়িই ছিল নেহরু-কন্যার স্টাইল স্টেটমেন্ট। হালফিলের জমানার নজর কাড়ে নির্মলার পোশাক৷ সুতি সহ বিভিন্ন প্রাদেশিক বৈশিষ্ট্যসম্পন্ন শাড়িতে দেখা যায় অর্থমন্ত্রীকে। 

তবে সুতির থেকে তসর বা সিল্কের কাঁথা স্টিচের শাড়ি অনেকটাই দামি। সুতির কাঁথা স্টিচের শাড়ির দাম শুরু হয় মোটামুটি আড়াই হাজার টাকা থেকে৷ এরাজ্যের নিরিখে তসরের কাঁথা স্টিচের শাড়ির দাম ১০ থেকে ১২ হাজার হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *