বাদল অধিবেশনের প্রথম দিন সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ, আক্রমণে প্রস্তুত বিরোধীরাও

নয়াদিল্লি: ২২ জুলাই, সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে আগে সোমবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা…

নয়াদিল্লি: ২২ জুলাই, সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে আগে সোমবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নির্মলা। এদিকে, বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণাত্মক মেজাজে বিরোধীরা। নিট বিতর্ক থেকে মণিপুর হিংসা, রেলের যাত্রী সুরক্ষা সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানাতে মরিয়া ইন্ডিয়া জোট৷

 

২৩ জুলাই সকাল ১১টা নাগাদ তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে তিনি টানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন। অর্থমন্ত্রী হিসেবে সর্বাধিক বাজেট পেশ করবেন নির্মলা৷