এল বরাদ্দ, তবে কৌলিন্য হারানো রেল মন্ত্রকের প্রসঙ্গই উঠল না নির্মলার বাজেট বক্তৃতায়

নয়াদিল্লি: একটা সময় ছিল, যখন বাজাটে আলাদা করে গুরুত্ব পেত রেল৷এক দশক আগেও, রেলের জন্য বরাদ্দ ছিল পৃথক বাজেট৷ সেই কৌলিন্য অবশ্য এখন হারিয়েছে৷ পরিস্থিতি…

Central Budget Price Impact Budget 2024 Price Changes, Central Budget Impact on Prices, Commodity Price Increase, Commodity Price Decrease, TDS Announcement Budget, Capital Gain Exemption Increase, Women Property Benefits, Infrastructure Budget Allocation, Cheaper Mobile Chargers, Gold and Silver Price Drop,

নয়াদিল্লি: একটা সময় ছিল, যখন বাজাটে আলাদা করে গুরুত্ব পেত রেল৷এক দশক আগেও, রেলের জন্য বরাদ্দ ছিল পৃথক বাজেট৷ সেই কৌলিন্য অবশ্য এখন হারিয়েছে৷ পরিস্থিতি এমনই যে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে উঠেই এল না রেলের নাম। অথচ সাম্প্রতিককালে একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ৷

 

যদিও রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বারের রেল বাজেটে পরিকাঠামো খাতে ২.৬২ লক্ষ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। যার মধ্যে ১.০৮ লক্ষ কোটি টাকা রেলের সুরক্ষা খাতে ব্যয় করা হবে৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, ইতিমধ্যেই ৪ হাজার কিলোমিটার পথে সুরক্ষা কবচ ব্যবস্থা বসে গিয়েছে। কবচ সিরিজে ‘কবচ-৪’ ব্যবস্থা দ্রুত বাকি অংশে লাগানো শুরু হবে।