কলকাতা: দেশের অর্থনীতির রাশ যার হাতে, যাঁর সিদ্ধান্তের উপর নির্ভর করে বাজারের ওঠা-পড়া, সেই তিনিই স্বয়ং থলে হাতে পৌঁছলেন বাজারে৷ চেন্নাইয়ের মাইলাপুরে পথের ধারে একটি বাজার থেকে সবজি কিনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ শনিবার একদিনের চেন্নাই সফরে গিয়েছিলেন তিনি৷ একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি থামিয়ে ঢুকে পড়েন বাজারে৷ সেখানে দর করে সবজিও কেনেন৷ তাঁর এই আচমকা সফরে চমকে যান স্থানীয়রা৷
আরও পড়ুন- নবম শ্রেণি পাশ করেই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন! লাল-পুত্রকে তীব্র কটাক্ষ পিকে-র
বাজারে গিয়ে মূল্যবৃদ্ধির আঁচে যখন হাত পুড়ছে মধ্যবিত্তের, তখন নির্মলার এই বাজার সফর নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ শনিবার তাঁর বাজার করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সেখানে দেখা যায় এক দোকানির কাছ থেকে সবজি কিনছেন তিনি৷ বেছে বেছে ঝুড়িতে সব্জি তুলছেন৷ তাঁকে বাজারে দেখে কেউ কেউ এগিয়ে এসে কথাও বলেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় অর্থমন্ত্রীকে। বাজার থেকে কী কী কিনলেন অর্থমন্ত্রী? নিজের হাতে বেছে বেছে কচু কিনলেন তিনি৷ কিনলেন ডুমুর, পুঁইমেটুলি, নটেশাকের মতো আরও কিছু সবজি। যে দেখে বোঝা গেল, তিনি খাঁটি নিরামিষাশী এবং সবজিপ্রেমী।
ঠাণ্ডা ঘরে বসে ফাইল সই করা থেকে, জাবদা খাতায় বড় বড় হিসেব নিকেশ করা, প্রতি বছরে বাজেট বরাদ্দ ঠিক করাই কেন্দ্রীয় কিংবা রাজ্যের অর্থমন্ত্রীদের কাজ৷ সরাসরি আমজনতার সান্নিধ্যে যাওয়ার উপায় তাঁদের কাছে খুব একটা থাকে না৷ সেই চিরাচরিত দূরত্ব ভেঙে বেরিয়ে এলেন নির্মলা৷
During her day-long visit to Chennai, Smt @nsitharaman made a halt at Mylapore market where she interacted with the vendors & local residents and also purchased vegetables. pic.twitter.com/emJlu81BRh
— NSitharamanOffice (@nsitharamanoffc) October 8, 2022
তবে বছর তিনেক আগে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে হইচই পড়েছিল দেশে। পেঁয়াজের লাগামছাড়া বৃদ্ধিতে সংসদে সরব হয়েছিলেন বিরোধীরা। তাঁদের প্রশ্নের জবাবে সেই সময় অর্থমন্ত্রী সীতারমণ বলেছিলেন, ‘‘আমি বেশি পেঁয়াজ, রসুন খাই না।” তাঁর সেই জবাবে বিতর্কের ঝড় ওঠে৷ আক্রমণ শানিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, খান না বলে কি মূল্যবৃদ্ধি নিয়েও পদক্ষেপও করবেন না? অনেকেই বলেছিলেন, বাজারদর সম্পর্কে কোনও ধারণাই নেই অর্থমন্ত্রীর। মূল্যবৃদ্ধির যন্ত্রণা তিনি বুঝবেন কী ভাবে?
বিরোধীদের মুখের উপর জবাব দিয়েই শনিবার সন্ধ্যায় বাজার করতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চেন্নাইয়ের মায়লাপুরের ওই বাজারের সামনে যখন তাঁর গাড়ি থামে, তখন মনে হয়েছিল, তিনি বোধহয় বাজার পরিদর্শনে গিয়েছেন। পরে সকলকে অবাক করে নিজের হাতে সবজি কেনেন ভিআইপি ক্রেতা৷
এদিন চেন্নাইয়ের আমবাত্তুরের কল্লিকুপ্পামে বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য তৈরি একটি স্কুলের ট্রেনিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলেন। স্কুলটি অটিজম, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের শিক্ষা দেওয়ার পাশাপাশি, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেয়। সেখান থেকে ফেরার পথেই বাজার সারেন অর্থমন্ত্রী৷ তবে তিনি বাজার দর কতটা বুঝলেন? সেটাই লাখ টাকার প্রশ্ন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>