ভ্যাট কমাচ্ছে না ‘অ-বিজেপি’ রাজ্যগুলি! তীব্র আক্রমণ অর্থমন্ত্রীর

ভ্যাট কমাচ্ছে না ‘অ-বিজেপি’ রাজ্যগুলি! তীব্র আক্রমণ অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: পেট্রল-ডিজেলের নয়া দাম কার্যকর করেছে মোদী সরকার৷ পেট্রলে লিটার পিছু ৫ টাকা ও ডিজেলে লিটার পিছু ১০ টাকা দাম কমেছে৷ ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই কেন্দ্রীয় সরকার সেইসব রাজ্য সরকারগুলিকে আক্রমণ করা শুরু করেছে যারা ভ্যাট কমায়নি। অবশ্যই তাঁদের নিশানায় রয়েছে পশ্চিমবঙ্গ। কারণ এই রাজ্যেও ভ্যাট কমানো হয়নি। সেইসব রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্য, তারা যেন তাঁদের সরকারকে এই ব্যাপারে প্রশ্ন করে। 

২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর ভ্যাট কমিয়েছে জ্বালানিতে। কিন্তু এখন ১১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। উল্লেখ্য, এই সবকটি রাজ্যই বিজেপি শাসনের বাইরে, অর্থাৎ বিরোধী দল শাসিত। সেই প্রেক্ষিতে তাঁদের ব্যাপকভাবে নিশানায় নিয়েছে বিজেপি সরকার। এই ইস্যুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলছেন, যে সব রাজ্য সরকার এখনও ভ্যাট কমায়নি সাধারণ মানুষের উচিত সেইসব রাজ্য সরকারকে সরাসরি প্রশ্ন করা। প্রসঙ্গত, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এবং রাজস্থান, এই রাজ্যগুলি ভ্যাট কমায়নি জ্বালানিতে। 

চলতি বছরে দফায় দফায় প্রায় ৩৩টাকা দাম বেড়েছে পেট্রলের৷ ডিজেল পার করেছে সেঞ্চুরি৷ পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দাম বেড়েছে অন্যান্য পণ্যেরও৷ দাম বেড়েছে গ্যাসেরও৷ ফলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়৷ যার ভিত্তিতে মোদী সরকার ব্যাপকভাবে চাপে পড়েছিল। কিন্তু জ্বালানির দাম কমানোর পরেও তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়। বিরোধীদের অভিযোগ, আগে দাম বাড়িয়ে তারপর অল্প কমানো হচ্ছে। সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের বক্তব্য, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত করার জন্য এই সিদ্ধান্ত। দেশের গরীব এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের চাপ কমানোর লক্ষ্যে সরকারের এবং সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *