মোরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙতে চলেছেন নির্মলা! জানেন তিন অর্থমন্ত্রী আবার বাজেট পেশের সুযোগই পাননি!

কলকাতা: আজ, মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ গতবারই দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন…

কলকাতা: আজ, মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ গতবারই দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভাঙার পালা৷ নরেন্দ্র দামোদর দাস মোদীর মন্ত্রিসভার তৃতীয় মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রেকর্ড গড়তে চলেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নির্মলা সীতারামন।

২০২০ সালে টানা ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করে রেকর্ড গড়েছিলেন নির্মলা। সেটাই ছিল দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ড৷ এবারের বাজেট বক্তৃতায় সেই রেকর্ড ভেঙে কিনা, সেটাই দেখার৷ এর আগে টানা ৬ বার সাধারণ বাজেট পেশ করার কৃতিত্ব ছিল মোরারজি দেশাইয়ের ঝুলিতে। যদিও একাধিক দফায় মোট ১০ বার সাধারণ বাজেট পেশ করেছিলেন তিনি। দেশের প্রধানমন্ত্রীও হয়েছিলেন মোরারজি দেশাই। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও ন’বার বাজেট পেশ করেছিলেন, তবে একটানা নয়।

আবার দেশের তিন অর্থমন্ত্রী কেসি নিয়োগী, হেমবতী নন্দন বহুগুণা এবং এনডি তিওয়ারি বাজেট পেশ করার সুযোগই পাননি৷