nipah virus
তিরুবনন্তপুরম: একটা সময়ে করোনা ভাইরাসের আতঙ্কে দিন গুজরান করতে হচ্ছিল দেশকে। কিন্তু এখন সেই ভয় কেটে গেলেও অন্যান্য ভাইরাসের ভয় যে থেকেই গিয়েছে। সাম্প্রতিক সময়ে ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে একাধিক রাজ্যের প্রশাসনের। এবার দক্ষিণ ভারতের এক রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক ফের ছড়িয়ে পড়ল। তার মূল কারণ, পরপর দু’জনের ‘অস্বাভাবিক’ মৃত্যু এবং একসঙ্গে অন্তত ৪ জনের হাসপাতালে ভর্তি হওয়া। কেরলের মানুষের কার্যত ঘুম উড়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কয়েকদিন আগেই কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়েছিল দু’জন। অল্প সময়ের মধ্যেই তাদের মৃত্যু হয়। এদিকে এই মুহূর্তে একই রকম উপসর্গ নিয়ে তিন শিশু সহ চারজন ভর্তি আছেন ওই হাসপাতালে। সন্দেহ করা হচ্ছে তারা সকলেই নিপা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যেই পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়েছে সকলের নমুনা। রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে মৃতরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বা বাকিরা কেউ এই ভাইরাসে আক্রান্ত কিনা। চিকিৎসকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে কারণ ভর্তি হওয়া শিশুদের মধ্যে দু’জনের বয়স ৪ ও ৯ বছর।
নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার মূল উপসর্গের মধ্যে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ঝিমুনি ভাব, শ্বাসকষ্ট রয়েছে। এর আগে কেরলে ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। দু’দফা মিলিয়ে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।