মৃত্যুহার করোনার থেকে অনেক বেশি! 'নিপা' নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে

নয়াদিল্লি: কেরলের নিপা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি চিন্তা বাড়িয়ে চলেছে। শেষ কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় আশঙ্কা গভীর হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আইসিএমআর বড় সতর্কতা দিয়ে ইতিমধ্যে বলেছে, শুধু একটি জেলা নয়, গোটা রাজ্যেই খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তার সঙ্গে তারা আরও ভয়ানক তথ্য দিল। জানানো হয়েছে, করোনার থেকে এই ভাইরাসে মৃত্যু হার অনেক বেশি।
আইসিএমআর জানিয়েছে, নিপা ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ। যেখানে কোভিডের ক্ষেত্রে সেই হার ২-৩ শতাংশের কাছাকাছি। এতএব চিন্তার যে একটা বড় কারণ রয়েছে তা প্রমাণিত। এর আগে কেরলে ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। দু'দফা মিলিয়ে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এখন যাতে ওই পরিস্থিতি আবার না ফিরে আসে তার চেষ্টাই করছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারও। জানা গিয়েছে, নিপা ভাইরাসের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। দেশের বাইরে ১৪ জন নিপা ভাইরাস আক্রান্ত রোগীকে এইভাবে চিকিৎসা করা হয়েছে এবং তারা সুস্থ আছেন বলেই খবর।
যদিও মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়েই যে সম্পূর্ণ কাজ হয়ে যাবে এমনটা নয়। এই চিকিৎসা পুরোপুরি কার্যকর হবে, তা এখনও প্রমাণ হয়নি। শুধুমাত্র প্রথম পর্যায়ের ট্রায়াল হয়েছে এখনও পর্যন্ত। তবে কেরলে আক্রান্তদের ক্ষেত্রে এই অ্যান্টিবডি প্রয়োগ করা হবে কি না, তা নিয়ে খোদ আইসিএমআর কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। সিদ্ধান্ত কেরল সরকার ও রোগীর পরিজনের ওপরে ছেড়ে দেওয়া হচ্ছে।