Aajbikel

এক জেলা নয়, গোটা রাজ্যের ছড়াতে পারে 'নিপা'! এল সতর্কতা

 | 
করোনা

তিরুবনন্তপুরম: আশঙ্কা যেমন ছিল তেমন দিকেই এগোচ্ছে কেরলের নিপা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি। বুধবার এবং বৃহস্পতিবারের তুলনায় আজ সেখানে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এবারেও কোঝিকোড় জেলা থেকেই এই খবর এসেছে। তবে আইসিএমআর বড় সতর্কতা দিয়ে বলেছে, গোটা রাজ্যেই খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তাই এখন থেকে সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের কোঝিকোড় জেলার ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সম্প্রতি। এই নিয়ে কেরলে নিপা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। তবে ইতিমধ্যেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ভাইরাসের আতঙ্কে আপাতত জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও পড়াশুনা স্থগিত নেই, অনলাইন ক্লাস চালু করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, আইসিএমআরের গবেষণা তাঁদের যথেষ্ট শঙ্কিত করেছে এবং তারা সেই অনুসারে পদক্ষেপ নিচ্ছেন। 

এর আগে কেরলে ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। দু'দফা মিলিয়ে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এখন যাতে ওই পরিস্থিতি আবার না ফিরে আসে তার চেষ্টাই করছে রাজ্য সরকার। জেলা তথা রাজ্যজুড়ে নিপা ভাইরাস বিষয়ে সতর্কতা জারিও করা হয়েছে। 

Around The Web

Trending News

You May like