প্রতিবাদে নারী! রাজ্যের সীমানা পেরিয়ে আজ ‘রাত দখল’ হবে দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুতেও

নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। দাবি উঠেছে নারী স্বাধীনতার৷ প্রতিবাদে আজ ‘রাত দখল’…

raat dakhal

নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। দাবি উঠেছে নারী স্বাধীনতার৷ প্রতিবাদে আজ ‘রাত দখল’ করবে মেয়েরা৷  স্বাধীনতার পরেও কেন পথে বেরতে ভয় পাবে মহিলারা? নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবি জানিয়ে, ১৪ অগাস্ট রাত ১১টার পর থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে ‘রাত দখল’ অভিযান। কলকাতা সহ জেলায় জেলায় গর্জে উঠবে মেয়েরা। তবে শুধু এ রাজ্যেই নয়, এবার নির্যাতিতার বিচার ও নারী স্বাধীনতার দাবিতে রাত দখলের আওয়াজ উঠল ভিন রাজ্যেও। ১৪ অগাস্ট প্রতিবাদে একইভাবে রাত দখল করবে দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর নারীরা৷ তবে এই প্রতিবাদ মিছিলে যোগ দিতে পারবেন পুরুষরাও৷

দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা ‘রিক্লেম দ্য নাইট’-অভিযান শুরু হবে রাত সাড়ে ১১টা থেকে৷ মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ইনফিনিটি মলের সামনেও জমায়েত হবে৷ সময় রাত সাড়ে ১১টা৷ বেঙ্গালুরুতে রাত দখলের ডাক দিয়ে স্লিকবোর্ড জংশন (৫০০ডি বাস স্টপের কাছে), ফিনিক্স মার্কেট সিটি (হোয়াইটফিল্ডের মেইন গেটের কাছে) এবং কোরমঙ্গল ফোরাম মলের সামনে জমায়েত করবেন মহিলারা৷ সময় রাত সাড়ে ১১টা৷