দিসপুর: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। ইতিমধ্যেই সংক্রমণের লাগাম টানতে কার্ফু এবং লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র, দিল্লি সহ কয়েকটি রাজ্য। এবার নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিল অসম। আগামী ১ মে পর্যন্ত এই নাইট কার্ফু জারি থাকবে। রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে রাজ্যে।
অসম প্রশাসন জানাচ্ছে, নাইট কার্ফু জারি থাকলেও জরুরী পরিষেবা চালু থাকবে রাজ্যে। ব্যাঙ্ক কিংবা এটিএম পরিষেবা ও মুদির দোকান এই কার্ফুর আওতার বাইরে থাকবে। একই ভাবে স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসার সরঞ্জাম যাঁরা ডেলিভারি দেন, তাঁরাও এই কার্ফুর আওতার বাইরে থাকবে। এছাড়াও পেট্রোল পাম্প, এলপিজি বা সিএনজি গ্যাস স্টোরেজ আউটলেটগুলি এই কার্ফুর সময় খোলা থাকবে বলে জানান হয়েছে। এই রাজ্যে নির্বাচন শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়েছে, তাও সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়নি। তাই কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। অন্যদিকে, আগামী ২ মে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। সেই সময় যাতে করোনা পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য আগেভাগেই পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৪-৮ মে’র মধ্যে দেশে দৈনিক ৪.৪ লাখেরও বেশি সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৩৮-৪৮ লাখ কোভিড পজিটিভের সংখ্যা হতে পারে দেশে। এমনই তথ্য উঠে আসছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩,২৩,১৪৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৮১২ জন। এই নিয়ে টানা ৭ দিন দৈনিক ২ হাজারের বেশি মৃত্যু সংখ্যা।