হামলার আগে সেলফি, বারুদ মেখে মাসুদ-ভাইদের উৎসব, পুলওয়ামা-কাণ্ডে লম্বা চার্জশিট

হামলার আগে সেলফি, বারুদ মেখে মাসুদ-ভাইদের উৎসব, পুলওয়ামা-কাণ্ডে লম্বা চার্জশিট

নয়াদিল্লি: কাশ্মীর উপত্যকার পুলওয়ামা সেনা ঘাঁটিতে জঙ্গি নাশকতার ঘটনার এক বছর অতিক্রান্ত হয়নি। ৪০ জন তরতাজা জওয়ানের শহিদ হওয়ার ক্ষত এখনও টাটকা রয়েছে দেশবাসীর হৃদয়ে। এবার সেই পুলওয়ামা কাণ্ডের চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আজ মোট ১৩,৫০০ পাতার চার্জশিটে সেই ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এই নাশকতার নেপথ্যে থাকা একটি নাম ভারতীয়দের কাছে অতি পরিচিত।

রিপোর্টে বলা হয়েছে, কান্দাহার, মুম্বই হামলার মূল চক্রী মৌলানা মাসুদ আজাহারই পুলওয়ামা কাণ্ডে জড়িত। এও বলা হয়েছে, পাকিস্তানে জইশ ই মহম্মদের সদর দফতরে বসেই এই নাশকতার ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিল মাসুদ। সঙ্গী ছিল তার ভাই রউফ অসগর। এছাড়া এই কাণ্ডে জড়িত আরও ১৮ জনের নাম প্রকাশ করা হয়েছে এই চার্জশিটে। জইশ সদর দফতরে বসেই আত্মঘাতী বিস্ফোরণ, আরডিএক্স বিস্ফোরক চালান ইত্যাদি দায়িত্ব বণ্টন করা হয়েছিল।

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে কিছু ছবি, যার মধ্যে আছে বিস্ফোরণের আগে দুষ্কৃতীদের তোলা সেলফিও। জানানো হয়েছে, গাড়িতে বিস্ফোরক বোঝাই করার আগে সেলফি তুলেছিল জঙ্গিরা। গত বছর লোকসভা নির্বাচনের মুখে গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ বিস্ফোরক ভর্তি গাড়ির ধাক্কায় প্রাণ হারান ৪০ জন জওয়ান৷ হামলারদায় স্বীকার করে জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *