নয়াদিল্লি: বহু বছর আগেই ভারত ছেড়েছে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম৷ কিন্তু, এখনও ভারতে সক্রিয় রয়েছে তার ‘ডি-কোম্পানি’! হাওয়ালা মারফত কোটি কোটি টাকা পৌঁছে যাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে! ‘ডি-কোম্পানি’র অবৈধ কার্যকলাপ বন্ধ করতে সম্প্রতি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। সেই তদন্ত অভিযানে নেমেই দাউদের ‘ডান হাত’ ছোটা শাকিলের দুই সাগরেদকে গ্রেফতার করলেন এনআইএ-এ আধিকারিকরা। তারা হল আরিফ আবুবকর শেখ এবং সাব্বির আবুবকর শেখ। তারা লস্কর বা আল কায়দার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছেন এনআইএ অফিসাররা। জনা গিয়েছে, শুক্রবারই এনআইয়ের বিশেষ আদালতে তোলা হবে তাদের৷
আরও পড়ুন- তীব্র দাবদাহের পর অবশেষে দেশজুড়ে স্বস্তি! এগিয়ে আসছে বর্ষা
এনআইএ সূত্রে খবর, ধৃত ছোটা শাকিলের এই দুই সাগরেদ পশ্চিম মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ডি-কোম্পানির হয়ে বেআইনি এবং জঙ্গিমূলক কার্যকলাপে অর্থ সাহায্য করছিল। এনআইএ-র এক আধিকারিক বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে , সীমান্তের ওপারে বসেই মুম্বইয়ে এই পুরো সিন্ডিকেটটা পরিচালনা করছে দাউদ-গ্যাং৷ এই মামলায় ইতিমধ্যেই ২১ জনকে তলব করা হয়েছে৷’’
ডি-কোম্পানির অনৈতিক চক্র ভাঙতে গত সোমবার মুম্বইয়ের প্রায় কুড়িটি জায়গায় অভিযান চালায় ন্যশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মুম্বইয়ের সান্টাক্রুজ, নাগপদ, পরেল ও মালাড-সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে।অভিযান চলার সময়েই অন্ধকার জগতের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সেলিম ফ্রুট নামের এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থেকে আটক করেন গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>