আগামী বছরে দেশজুড়ে নাগরিকপঞ্জি কেন্দ্রর

নয়াদিল্লি : অসমে রক্ষা নেই৷ তার উপর এবার গোটা দেশে জাতীয় পঞ্জির প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র৷ আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে এই পঞ্জির কাজ চূড়ান্ত হবে বলে পাওয়া গিয়েছে ইঙ্গিত৷ গোটা দেশজুড়ে নাগরিকদের তালিকা তৈরি কীভাবে করা হবে, তা নিয়ে চলছে আলোচনা৷ অসমের নাগরিকপঞ্জিরই এটা সর্বভারতীয় সংস্করণ করতে চলেছে কেন্দ্র৷ কেউ যদি দেশের কোনও জায়গায়

আগামী বছরে দেশজুড়ে নাগরিকপঞ্জি কেন্দ্রর

নয়াদিল্লি : অসমে রক্ষা নেই৷ তার উপর এবার গোটা দেশে জাতীয় পঞ্জির প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র৷  আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে এই পঞ্জির কাজ চূড়ান্ত হবে বলে পাওয়া গিয়েছে ইঙ্গিত৷ গোটা দেশজুড়ে নাগরিকদের তালিকা তৈরি কীভাবে করা হবে, তা নিয়ে চলছে আলোচনা৷

অসমের নাগরিকপঞ্জিরই এটা সর্বভারতীয় সংস্করণ করতে চলেছে কেন্দ্র৷ কেউ যদি দেশের কোনও জায়গায় ৬ মাস বা তার বেশি বসবাস করেন কিংবা কেউ যদি কোনও এলাকায় আগামী ৬ মাস বাস করতে চান, তাদের প্রমাণও চাওয়া হতে পারে৷ নাগরিকত্ব আইনের ৩ ধারার ৪ নম্বর উপধারায় নাগরিকপঞ্জি তৈরি করার ভাবনা কেন্দ্রের৷

২০২০ সালের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে বলে খবর৷ সেন্সাস কমিশনরা বিবেক যোশী এই কথা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − eight =