মুম্বই: করোনা আতঙ্কের জেরে জেরবার মানুষ। ভারতে লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি মানুষ অদ্ভুত অদ্ভুত পন্থা অবলম্বন করেছেন। দেবতা যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হন, সেজন্য কোথাও মাস্ক পরানো হচ্ছে তো কোথাও করোনা ভাইরাসের পুত্তুলিকা জ্বালানো হচ্ছে। এবার করোনা ভাইরাস থেকে বাঁচতে নয়া দম্পতি করমর্দনের বদলে পায়ে পা মেলালেন। টিকটকে এই ভিডিওটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
করোনা ভাইরাসের জন্য দেশের প্রধানমন্ত্রী থেকে চিকিৎসক সবাই করমর্দন এড়িয়ে চলতে বলছেন। অন্য দিকে, করোনা আতঙ্কের মধ্যেই বিয়ের দিন। অতিথিদের স্বাগত তো জানাতে হবে। একপাশে সাবধানবানী অন্য দিকে অতিথিদের স্বাগত জানানোর উদ্যোগ। তাই দু’কূল বাঁচাতে নয়া উদ্যোগ নিলেন নয়া দম্পতি। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে নব দম্পতিকে মাস্ক পরে থাকতে দেখা যায়। এবার কোনও অতিথি এলেই তাঁদের পায়ে পা মেলাতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ৯০ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছ।চার লক্ষ লাইক পরেছে এই ভিডিওটিতে। কিছুদিন আগে চিনে এক ব্যক্তিকে অন্য একটি ব্যক্তির সঙ্গে পায়ে পা মেলাতে দেখতে পাওয়া যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১। বুধবার কর্ণাটকে আরও চার জন নতুন করে সংক্রামিত হয়েছেন বলে খবর মিলেছে। তবে সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে কেরলে।কেরলে নতুন করে করোনার থাবা আটকাতে তৎপর হয়েছে বিজয়ন সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সিনেমা হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ইতালির বিমানবন্দরে প্রচুর ভারতীয় আটকে রয়েছেন বলে সূত্রের খবর। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত নন, এমন সার্টিফিকেট না পেলে বিমানে উঠতে পারছেন না বলেও খবর। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
ইতিমধ্যেই কেরলের প্রায় সব হাসপাতালে আলাদা করে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের আলাদা করে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যে এই মুহূর্তে ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।