নবজন্ম মোদির, মুসলিম মহিলার কোল এল নরেন্দ্র দামোদরদাস মোদি

গোন্ডা: সদ্যসমাপ্ত লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের মূল কারিগর তিনি। তাঁকে ঘিরেই আবর্তিত হয় জাতীয় রাজনীতি। তিনি নরেন্দ্র মোদি। এহেন ব্যক্তিত্বের জনপ্রিয়তা যে আকাশছোঁয়া হবে, সেটাই তো স্বাভাবিক। ‘মোদি-এফেক্ট’ এখন কোন স্তরে পৌঁছেছে, তা দেখালেন উত্তরপ্রদেশের এক মুসলিম মা। নিজের সদ্যোজাত ছেলের নাম রাখলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। মুসলিম ছেলের হিন্দু নাম শুনে পরিজনরা বেঁকে বসেছিলেন।

নবজন্ম মোদির, মুসলিম মহিলার কোল এল নরেন্দ্র দামোদরদাস মোদি

গোন্ডা: সদ্যসমাপ্ত লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের মূল কারিগর তিনি। তাঁকে ঘিরেই আবর্তিত হয় জাতীয় রাজনীতি। তিনি নরেন্দ্র মোদি। এহেন ব্যক্তিত্বের জনপ্রিয়তা যে আকাশছোঁয়া হবে, সেটাই তো স্বাভাবিক।

‘মোদি-এফেক্ট’ এখন কোন স্তরে পৌঁছেছে, তা দেখালেন উত্তরপ্রদেশের এক মুসলিম মা। নিজের সদ্যোজাত ছেলের নাম রাখলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। মুসলিম ছেলের হিন্দু নাম শুনে পরিজনরা বেঁকে বসেছিলেন। কিন্তু, নিজের সিদ্ধান্ত বদল করেননি গোন্ডা জেলার পরসাপুর মাহারাউর গ্রামের বাসিন্দা মেহনাজ বেগম। শেষ পর্যন্ত তাঁর ইচ্ছের কাছেই হার মানেন সকলে।

গত ২৩ মে ভোটের ফলপ্রকাশের দিন মেহনাজের শ্বশুরবাড়িতে সদ্যোজাত শিশুপুত্রের নামকরণ নিয়ে আলোচনা চলছিল। টিভিতে তখন ফলঘোষণা হচ্ছে। শেষমেশ বিজেপি বিপুল ভোটে জয়ী হতেই মেহনাজ সিদ্ধান্ত নিয়ে ফেলেন, প্রধানমন্ত্রীর নামেই ছেলের নাম রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =