নয়াদিল্লি: নতুন বছরের শুরুতে রেল যাত্রীদের জন্য নয়া উপহার দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে যাত্রীবাহী ট্রেনের ভাড়া৷ চলতি অর্থ বছরের শেষে রেলের ভাড়া বৃদ্ধির ঘোষণা করতে চলছে কেন্দ্র৷ কেন্দ্রের সবুজ সঙ্কেত পেলেই ঢাকঢোল পিটিয়ে বর্ধিত ভাড়া ঘোষণা করতে পারে রেলওয়ে বোর্ড৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব৷
রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, পণ্যবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই রেলের৷ কেননা, পণ্যবাহী ট্রেনের ভাড়া এমনিতেই বেশি৷ ফলে, এবার কোপ পড়তে পারে যাত্রীবাহী ট্রেনের ভাড়ায়৷
রেল বোর্ডের মুখপাত্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রেলের ভাড় সামঞ্জস্যপূর্ণ করার মানেই যে শুধু ভাড় বৃদ্ধি হবে তা নয়৷ বোর্ড সূত্রে খবর, রেলের বিপুল ঘাটতি মেটাতে ভাড়া বৃদ্ধির বিষয়ে কেন্দ্রকে সুপারিশ পাঠিয়েছে রেলমন্ত্রক৷ এমনিতেই ঘাটতি মেটাতে রেলের বেসরকারি করণের গতি বাড়িয়েছে কেন্দ্র৷ প্রায় সাড়ে ১৩ লক্ষ কর্মীকে ছাঁটারও সিদ্ধান্ত হয়েছে৷ এনবার বাকি ছিল ভাড়া বৃদ্ধির বিষয়টি৷ এবার তাও করতে তোড়জোড় শুরু করেছে রেল৷
সূত্রের খবর, কমপক্ষে যাত্রী ভাড়া ১০ শতাংশ হারে বাড়তে পারে৷ এর আগে ২০১৪ সালে ১৪ শতাংশ হারে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়৷ সাড়ে ছয় শতাংশ হারে পণ্যবাহী ট্রেনের ভাড়াও বাড়ানো হয়৷ এবার পাঁচ বছর পর ফের এক দফায় ভাড়া বাড়ানোর পথে ভারতীয় রেল৷