নয়াদিল্লি: বালাকোটের জয়েশ জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনা এয়ারস্ট্রাইক করার পর এফ-১৬ নিয়ে পাল্টা হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। যদিও, ভারতীয় বায়ুসেনার প্রতিরোধের মুখে ভেস্তে যায় সেই পরিকল্পনা। ওই অভিযানে গিয়েই অল্পে প্রাণে বেঁচে গিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
বিমান ভেঙে পড়ে তাঁর পাকিস্তানের মাটিতে অবতরণ, তাঁকে উদ্ধারে নয়াদিল্লির তৎপরতা, দু’দেশের মধ্যে টানাপোড়েন—এর পরের ঘটনাপ্রবাহ সকলেরই জানা। ভবিষ্যতেও হয়তো সীমান্ত পেরিয়ে এমন অভিযান চালাবে নয়াদিল্লি। কিন্তু, সেখানে অভিনন্দনের মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন তৈরি করছে ভারত। দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে (হ্যাল)।
জানা গিয়েছে, নিঃশব্দে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে পড়াই শুধু নয়, নিজস্ব অ্যালগোরিদ্ম ব্যবহার করে নিজে থেকেই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারবে এই ড্রোনগুলি। দলবদ্ধভাবে হামলায় পটু এই ড্রোনগুলি সবসময় ঝাঁক বেঁধে হামলা চালাবে। এক-একটি ঝাঁকে একডজনেরও বেশি ড্রোন থাকতে পারে। এর ফলে শত্রুপক্ষের রেডারে ধরা পড়ে একটি-দু’টি ড্রোন ধ্বংস হয়ে গেলেও, বাকিরা কার্যসিদ্ধি করে আসতে পারবে। শুধু মাটিতে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুই নয়, মাটি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে পারবে ড্রোনগুলি।