বদলে যাচ্ছে ভোটার কার্ড, আসছে নয়া ব্যবস্থা, এখনও মিলছে সুযোগ!

এনআরসি ও এনপিআর বিতর্কের মাঝে এবার বদলে যাচ্ছে ভোটার কার্ড৷ আসছে নয়া ব্যবস্থা৷ থাকছে বেশ কিছু চমক৷

8f7364db9ee9abc2254887100dff0ba8

কলকাতা: এনআরসি ও এনপিআর বিতর্কের মাঝে এবার বদলে যাচ্ছে ভোটার কার্ড৷ আসছে নয়া ব্যবস্থা৷ থাকছে বেশ কিছু চমক৷

জানা গিয়েছে, চলতি ভোটার কার্ড বদলে করা হচ্ছে রঙিন স্মার্ট কার্ড৷ প্যান কার্ডের মতো দেখতে হবে নতুন ভোটার কার্ড৷ জানা গিয়েছে, ভোটার তালিকায় যাঁরা নতুন  নাম তুলছেন কিংবা ভোটার কার্ডে সংশোধন করাবেন, তাদের জন্য নতুন স্মার্ট ভোটার কার্ড দেওয়া হবে৷ কার্ডের আদল বদল ঘটলেও বদল হবে না এপিক নম্বর৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নতুন ভোটার কার্ডের মাপ হবে লম্বায় ৮.৬ সেন্টিমিটার ও চওড়ায় ৫.৪ সেন্টিমিটার৷ নয়া কার্ডটি পিভিসি শিটের উপরে ছাপা হবে৷ কার্ডটি পুরু হবে ০.৬ মিমি থেকে ০.৮ মিমির কাছাকাছি৷

কার্ডের থাকবে ভোটারের রঙিন ছবি৷ থাকবে নাম-পরিচয়৷ পিছনে থাকবে ভোটারের পুঞ্জি৷ তিনটি রং থাকবে আসছে নতুন কার্ড৷ গোলাপি, মাঝে হাল্কা নীল ও নীচে সবুজ ও পিছনে গোলাপি রংয়ের হবে নতুন কার্ড৷ থাকবে অশোক স্তম্ভ ও নির্বাচন কমিশনের প্রতীক৷ এই কার্ড পেতে হলে ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে৷ কেননা, ১৫ জানুয়ারি পর্যন্ত চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ৷

গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে৷ সেই খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯৮ লক্ষ ১৫ হাজার ১৫৩ জন৷  পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৮লক্ষ ১৪ হাজার ৪৪৮৷ মহিলা ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৯৯ হাজার ৪৭৯ জন৷ তৃতীয় লিঙ্গ ভোটারের ১হাজার ২২৬ জন৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৭ ফেব্রুয়ারি৷

নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন ভোটার তালিকায় নাম তুলতে গেলে ৬ নম্বর ফর্ম দাখিল করতে হবে৷ নাম সংশোধনের করতে দিতে হবে ৮ নম্বর ফর্ম৷ নাম বাতিল করতে ৭ নম্বর ফর্ম জমা করা হবে৷ ঠিকানা পরিবর্তনের জন্য ৮(ক) ফর্ম জমা করাতে নির্দেশ দিয়েছে কমিশন৷ এর আগেও অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে সংশোধন করার ব্যবস্থা করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *