Aajbikel

সিগারেট ধরালেই থেমে যাবে ট্রেন! আসছে নয়া প্রযুক্তি

 | 
ট্রেন

কলকাতা: ট্রেন যাত্রায় মানুষের অনেক কিছু করতেই ভালো লাগে। জানলার ধারে বসে প্রকৃতি দেখা, বার্থে বসে বসে জমিয়ে আড্ডা। আরও একটি জিনিস আছে যা অনেকের করে থাকেন, বা বলা ভালো যারা খান, তারা করে থাকেন। কথা হচ্ছে ধূমপানের। হ্যাঁ, ট্রেনে সিগারেট খাওয়া অপরাধের মধ্যেই পড়ে, তবে এই নিয়ম মানে ক'জন? দিব্যি চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ট্রেনের বাথরুমে দেদার চলে ধূমপান। কিন্তু এখন আর সেসব চলবে না। 

ট্রেনে ধূমপান বা মদ্যপান করে ধরা পড়লে ফাইন তো আছেই। কিন্তু এবার আরও কড়া ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে এক প্রযুক্তি ট্রেনের কোচগুলিতে বসানোর কাজ শুরু হয়েছে। রেলের পরিভাষায় এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন সিস্টেম’। অর্থাৎ ট্রেনের মধ্যে যে কোনও ধরনের ধোঁয়া দেখা গেলে এই যন্ত্র প্রথমে অ্যালার্ম বাজাবে, তারপর বার্তা দেবে কন্ট্রোল প্যানেলে। এরপর কিছুক্ষণের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে ট্রেন। এক কথায়, সিগারেট খেলেই ট্রেন থেমে যাবে।  

Around The Web

Trending News

You May like