নয়াদিল্লি: ভারত সীমান্তে ক্রমেই শক্তি বাড়াচ্ছে চিন৷ পূর্ব লাদাখ, অরুণাচল প্রদেশ, ডোকলামের পর ভারত মহাসাগরে তৎপরতা বাড়াতে শুরু করেছে চিনা নৌবাহিনী৷ উপগ্রহচিত্রে সেই ছবি স্পষ্ট ধরা পড়েছে। বৃহস্পতিবার এই উপগ্রহচিত্রটি প্রকাশ করে ম্যাক্সার৷ নিরাপত্তার দিক থেকে চিন নৌসেনার এই অবস্থান ভারতের পক্ষে উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- রুশদি বেঁচে আছে তা প্রথমে বিশ্বাসই করতে চাইনি হামলাকারী হাদি মাতার
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, নয়াদিল্লিকে চাপে রাখতেই ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। শুধু তাই নয়, সামরিক কৌশলগত দিক থেকেও জিবুতির ওই নৌঘাঁটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডেন উপসাগর থেকে লোহিত সাগর হয়ে সুয়েজ খালের অভিমুখে থাকা জলপথের বাব-এল-মান্দেব প্রণালীতে অবস্থিত জিবুতির এই নৌঘাঁটি৷ এখান থেকে আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অংশের উপর উপস্থিতি জানান দিতে পারবে পিএলএ৷ ভারত মহাসাগরের পাশাপাশি চিন নৌসেনা আরব সাগরের জলসীমায় ঢুকে পড়লে চাপ বাড়বে নয়াদিল্লির উপর।
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ফ্রিগেট, কর্ভেট জাতীয় রণতরী ও ‘অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকলস’ ব্যবহারের ব্যবস্থা রয়েছে ওই নৌঘাঁটিতে। উপগ্রহ চিত্রে তা স্পষ্ট ধরা পড়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>