নয়াদিল্লি: ট্রেনের টিকিট কাটার বিষয়ে আগের সব বিধি নিষেধ কার্যত উঠে গেল। বিশেষ রাজধানী ও অন্যান্য বিশেষ ট্রেনের ক্ষেত্রে এই পরিবর্তিত নিয়ম লাঘু হবে বলে রেল দপ্তরের তরফে জানানো হয়েছে। রেল তাদের পরিষেবা চালু না করলেও, আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের ফেরাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ১ জুন থেকে ১০০ জোড়া ট্রেন চালু হবে বলে রেল দপ্তরের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, নয়া নিয়মে এবার ১২০ দিন আগে থেকে টিকিট কাটতে হবে। বিশেষ রাজধানী ট্রেনের জন্য প্রথনে সাতদিন আগে থেকে টিকিট কাটা যেতো। এবার তা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে বলে জানা গিয়েছে। ২৩০টি ট্রেনের জন্য পার্সেল ও লাগেজ বুক করা যাবে বলে জানা গিয়েছে। ৩১ মে সকাল আটটা ছেতে নয়া নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। তখন থেকে তত্কাল পরিষেবা চালু হবে বলেও জানা গিয়েছে।
লকডাউনের জেরে রেল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। লোকাল ট্রেন কবে থেকে চালু হবে সে বিষয়ে রেল এখনও কোনও মন্তব্য করেনি বলেই জানা গিয়েছে। ১ মে থেকেই আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়। ১২ মে থেকে বিশেষ রাজধানী ট্রেল রেল মন্ত্রক চালু করে।