রেল যাত্রায় নয়া নিয়ম! ওয়েটিং লিস্ট থাকলেও উঠে যাচ্ছে একাধিক ব্যবস্থা

রেল যাত্রায় নয়া নিয়ম! ওয়েটিং লিস্ট থাকলেও উঠে যাচ্ছে একাধিক ব্যবস্থা

নয়াদিল্লি: চতুর্থ দফার লকডাউন ঘোষণা হওয়ার আগেই ফের যাত্রী পরিষেবা বন্ধ করার ঘোষণা করল ভারতীয় রেল৷ তবে, শ্রমিক স্পেশাল ট্রেন চলবে৷ আগামী আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন বাতিল করা হচ্ছে৷ আগাম বুকিংয়ের রেল টিকিটের মূল্য যাত্রীদের ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷  শ্রমিক স্পেশাল ছাড়া সমস্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হলেও রেল যাত্রায় একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে ভারতীয় রেল৷

লকডাউনে আটকে পড়া যাত্রীদের ফেরাতে মঙ্গলবার থেকে চালু হয়ে গিয়েছে ১৫ জোড়া ট্রেন৷ লকডাউন ঘোষণার ৪৯ দনের মাথায় চালু হয়েছে শ্রমিক স্পেশাল৷ শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হতেই অনলাইনে টিকিট বুকিংয়ে বিপুল চাহিদা তৈরি হয়েছে৷ বুকিং শুরু হতেই আগামী দু’সপ্তাহ পর্যন্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে কয়েক ঘণ্টার ব্যবধানে৷ টিকিটের বিপুল চাহিদা থাকলেও প্রাথমিক ভাবে কোনও ওয়েটিং লিস্টের ব্যবস্থা রাখা হয়নি৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নয়া নিয়ম এনেছে রেল৷

জানানো হয়েছে, এবার থেকে ওয়েটিং লিস্ট হবে বিশেষ ট্রেনে৷ প্রথম শ্রেণির এসি কোচে ২০ জন থেকে স্লিপারে ১০০ জন যাত্রীর ওয়েটিং লিস্টের টিকিট দেওয়া হবে৷ তবে, টিকিট কনফার্মড না হলে ক্যানসেল হয়ে যাবে৷ টাকাও ফেরত পাওয়া যাবে৷ ওয়েটিং লিস্ট থাকলেও মিলবে না কোনও আরএসি টিকিট৷ থাকছে না তৎকাল টিকিট৷

এর আগে টিকিট বাতিল করার নিয়মে বলা হয়েছিল, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার আগে টিকিট বাতিল করা হলে ৫০ শতাংশ টাকা ফেরত পাওয়া যাবে৷ ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিলের ক্ষেত্রে কোনও টাকা পাওয়া যাবে না৷ এবার সেই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে৷ ২০১৫ সালের টিকিট টিকিট বাতিলের নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাবেন যাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =