দেশজুড়ে নতুন প্রজাতির করোনা-আতঙ্ক! বাড়তি সতর্কতার ঘোষণা আন্তর্জাতিক উড়ানে

দেশজুড়ে নতুন প্রজাতির করোনা-আতঙ্ক! বাড়তি সতর্কতার ঘোষণা আন্তর্জাতিক উড়ানে

করোনা অতিমারী যেন মানবজাতির পিছু ছাড়ছেই না। দিনের পর দিন যেমন কেটে যাচ্ছে, তেমনই রূপ বদলাচ্ছে ভাইরাস। আর আফ্রিকায় পাওয়া নতুন প্রজাতির করোনা ভাইরাসের আতঙ্কে ফের আন্তর্জাতিক বিমানযাত্রায় কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উড়ানের ৭২ ঘন্টা আগে যাত্রীর আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে করোনা নেগেটিভ থাকতে হবে। এই নিয়ম মধ্য এশিয়া এবং ইউরোপের দেশগুলি থেকে আগত যাত্রীদের ছাড়া বাকি সব দেশের থেকে আগত যাত্রীদের উপর লাগু হবে বলে জানা গিয়েছে কেন্দ্রের এই নির্দেশনামায়। পাশাপাশি করোনার এই নতুন প্রজাতির সংক্রমণের মাঝে আন্তর্জাতিক উড়ানে বিশেষ সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন প্রজাতির ভাইরাসের সংক্রমণের নিদর্শন মিলেছে ভারতেও। এদেশে দক্ষিণ আফ্রিকার করোনা প্রজাতির ভাইরাস মিলেছে ৪ জনের শরীরে এবং ব্রাজিলের ভাইরাস প্রজাতি পাওয়া গেছে ১ জনের শরীরে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ব্রিটেনের নতুন প্রজাতির ভাইরাস ভারতে মিলেছিল ১৮৭ জনের শরীরে। এবারেও এই সংক্রমণের ব্যাপকতা রুখতে শুরুতেই বাড়তি সতর্কতার ইঙ্গিত কেন্দ্রের।

তবে কড়াকড়ি এই নিয়মের মাঝে ছাড় দেওয়া হয়েছে মৃত্যু সংবাদ পেয়ে ভারতে আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে, এক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য বিশেষ প্রমাণপত্র জমা করতে হবে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার কেন্দ্র তরফে টুইটের মাধ্যমে এই নির্দেশনামায় আরো বলা হয়েছে যে, ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় দেশ এবং মধ্য এশিয়া থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে লাগু হবেনা এই নিয়ম। পাশাপাশি, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি সমস্ত বিমান বাতিল করে আরো সতর্ক হয়েছে কেন্দ্র। তাছাড়া এই নতুন প্রজাতির ভাইরাস কারো শরীরে মিললে, তার জন্য বাড়তি সুরক্ষার কথাও এদিন ঘোষণা করা হয়েছে নির্দেশনামায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =