২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ৩.৪৬ লক্ষ! একদিনে সর্বোচ্চ মৃত্যু দিল্লিতে

২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ৩.৪৬ লক্ষ! একদিনে সর্বোচ্চ মৃত্যু দিল্লিতে

97b372c186f097c51c36ea3df3682fbf

নয়াদিল্লি: লাগামছাড়া করোনা ভাইরাস সংক্রমণ এখন যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে দেশবাসী। প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গতকালের রেকর্ড আজ আবার ভেঙে গেল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জনে। এই একই সময়ে মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। অন্যদিকে, রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমাগত আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে আক্রান্ত এবং মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে।

কেন্দ্রীয় তথ্য বলছে, রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন! একই সময়ে মৃত্যু হয়েছে ৩৪৮ জনের, যা আপাতত সর্বোচ্চ। এর আগে রাজধানী দিল্লিতে একদিনের ব্যবধানে এত আক্রান্ত আর মৃত্যু হয়নি। ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে ধুঁকছে দেশের একাধিক রাজ্য। তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে দিল্লি। আজ আবার দিল্লির হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে দেশের একাধিক রাজ্যের পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপতর হচ্ছে। উল্লেখ্য, দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন না পেয়ে মারা যেতে হল ২০ জন করোনা রোগীকে। যে কুড়িজন কোভিড আক্রান্ত রোগী মারা গিয়েছেন তারা প্রত্যেকেই ক্রিটিকাল অবস্থায় ছিলেন। অক্সিজেন একেবারে শেষ না হয়ে গেলেও প্রেসার একেবারে ছিল না। তাই কার্যত অসহায় অবস্থায় মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

এদিকে পশ্চিমবঙ্গের অবস্থাও যে খুব একটা ভালো তা একেবারেই নয়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭৬ জন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই ২ হাজার ৮৩০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতার পরেই সংক্রমণের নিরিখে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় ২ হাজার ৫৮৫ জন আক্রান্ত হয়েছেন। এদিকে, দক্ষিণ ২৪ পরগনা (৭৯০), হাওড়া (৭৪৬), পশ্চিম বর্ধমান (৬৪৩), হুগলি (৫৯৪) এবং পূর্ব মেদিনীপুরে (৪১৯) দৈনিক সংক্রমণে নতুন বৃদ্ধি ঘটেছে। ছবি: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *