Aajbikel

নতুন সংসদ ভবনে রয়েছে কোন কোন রাজ্যের ছোঁয়া? দেখে নিন একঝলকে

 | 
সংসদ

নয়াদিল্লি: আগামীকাল অর্থাৎ রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই ২০টি সর্বভারতীয় ও আঞ্চলিক দল সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। তাতে অবশ্য নতুন সংসদ ভবন উদ্বোধন থামবে না।

নয়া সংসদ ভবনের পরতে পরতে শিল্পের ছোঁয়া৷ এর গঠন অত্যন্ত নান্দনিক। এই ভবন নির্মাণে দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সামগ্রী আনা হয়েছে। এখানে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র এমনকী দমন ও দিউ-এৎ নিদর্শনও৷ 
 

এক নজরে দেখে নেওয়া যাক কোথা থেকে কী আনা হয়েছে- 

লালকেল্লা ও হুমায়ুনের সমাধির কাঠামোর সঙ্গে সাযুজ্য রেখে রাজস্থানের সরমথুরা থেকে আনা হয়েছে বেলে পাথর৷ সেই পাথর নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে৷ 

লোকসভা কক্ষের ভিতরে স্থাপিত কেশরিয়া সবুজ পাথরটি আনা হয়েছে রাজস্থানের উদয়পুর থেকে৷ রাজ্যসভার ভিতরে স্থাপিত লাল গ্রানাইটটি আজমেরের লাখা অঞ্চলের৷ সেইসঙ্গে রাজস্থানের আমবাজি থেকে আনা হয়েছে সাদা রঙের মার্বেল।
 

সংসদ ভবন নির্মাণে সেগুন কাঠ সংগ্রহ করা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। সংসদের দুই কক্ষের ভিতরের আসবাবপত্রই মুম্বইয়ে তৈরি করা হয়েছে।


ভবনের চারপাশে পাথর দিয়ে জালির কাজ রয়েছে। সে পাথর সংগ্রহ করা হয়েছে রাজস্থান, নয়ডা এবং উত্তরপ্রদেশ থেকে।
 

স্টিলের তৈরি ফলস সিলিং কাঠামোটি দমন ও দিউ-এর৷ 

অশোক মূর্তি তৈরিতে ব্যবহৃত উপকরণগুলি আনা হয়েছে ঔরঙ্গাবাদ এবং জয়পুর থেকে। 


লোকসভা ও রাজ্যসভা কক্ষের অশোক চক্র তৈরি হয়েছে ইন্দোরে৷  সেটি নতুন সংসদ ভবনে প্রতিস্থাপিত করা হয়েছে৷ 

Around The Web

Trending News

You May like