জরুরি নির্দেশিকা ভারতীয় রেলের! মিলবে না টিকিট বাতিলে ৫০% টাকা, RSC, ওয়েটিং লিস্টে ‘না’!

জরুরি নির্দেশিকা ভারতীয় রেলের! মিলবে না টিকিট বাতিলে ৫০% টাকা, RSC, ওয়েটিং লিস্টে ‘না’!

নয়াদিল্লি: করোনা প্রাদুর্ভাবের জেরে লকডাউনের ফলে বিগত ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল যাত্রীবাহী রেল পরিষেবা। ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে তার আগে ১২মে থেকেই পর্যায়ক্রমে যাত্রীবাহী রেল পরিষেবা চালু করার পরিকল্পনা শুরু করে দিল রেল। রবিবার টুইট করে এই পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল৷ কিন্তু, কীভাবে বুকিং করবেন টিকিট? টিকিট বুকিং নিয়ে জরুরি নির্দেশিকা প্রকাশ করল রেল মন্ত্রক৷

রেলের তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে আগামীকাল হাওড়া থেকে দিল্লি ছাড়ছে ট্রেন৷ নিউদিল্লি থেকে হাওড়ার মধ্যে রোজ ট্রেন চলাচল করবে৷ প্রথম ট্রেন মঙ্গলবার হওড়া থেকে দিল্লি ছেড়ে যাবে৷ সেই ট্রেন ফিরবে বুধবার৷ ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১৫ টি ট্রেন (আপ-ডাউন সহ ৩০ টি ট্রেন) নির্বাচিত রুটে চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি নয়াদিল্লি রেলস্টেশন থেকে চলবে এবং ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দেবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মধ্য মুম্বই, আহমেদাবাদ এবং জম্মু-তওয়াই যাবে৷

রেল পরিষেবা চালু হলেও কীভাবে বুক করা যাবে ট্রেনের টিকিট? টিকিট বুকিং নিয়ে একগুচ্ছ জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে রেল মন্ত্রক৷ বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ বিকেল চারটে থেকে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কাটা যাবে৷ কিন্তু, কোন এজেন্ট মারফত টিকিট কাটা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক৷ ৭ দিনের অ্যাডভান্স রিজার্ভেশন করা যাবে৷ আরএসসি, ওয়েটিং লিস্টে কোনও ব্যবস্থা রাখা হচ্ছে না৷ তৎকাল, প্রিমিয়াম তৎকাল টিকিটের ব্যবস্থা থাকছে না বলেও নির্দেশিকা জানানো হয়েছে৷ ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করা যাবে৷ সে ক্ষেত্রে মাত্র ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন যাত্রীরা৷ বাকি ৫০% টাকা নিজেদের হেফাজতে নেবে রেল৷ কনফার্ম টিকিট না থাকলে ওঠা যাবে ট্রেনে৷ রান্না করা খাবার ট্রেনে দেওয়া হবে না৷ কিছু খাবার ও জল বিক্রি হবে৷ ট্রেনে দেওয়া হবে না কোন চাদর ও বিছানা৷ আগামীকাল থেকে চালু হচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন৷ আজ বিকেল চারটে থেকে বুকিং পর্ব শুরু হচ্ছে৷ বুকিং শুরুর আগে এবার নয়া নির্দেশিকা জারি করে একগুচ্ছ বিধি-নিষেধ চাপিয়েছে রেল মন্ত্রক৷

রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি উল্লেখ করে পিআইবির তরফে জানানো হয়েছে, মাস্ক ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেওয়া হবে না৷ স্টেশনে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং হবে৷ কোন রকম উপসর্গ থাকলে ট্রেন যাত্রা বাতিল করা হবে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সাধারণ কামরা বাদে ট্রেনগুলোতে কেবলমাত্র এসি কোচ থাকবে৷ যাত্রাপথে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে দাঁড়াবে ট্রেন৷ ট্রেনগুলির ভাড়া রাজধানী এক্সপ্রেসের সমান হবে৷  ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, রেল পরিষেবা চালু হলেও স্টেশনগুলিতে টিকিট বুকিং বন্ধ থাকবে এমনকি প্ল্যাটফর্ম টিকিট সহ কোনও কাউন্টারেই টিকিট দেওয়া হবে না। রেল আরও জানিয়েছে যে কেবলমাত্র নিশ্চিত(কনফার্ম) টিকিট থাকলে তবেই স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ট্রেনে মাত্রার জন্য যাত্রীদের  মাস্ক এবং স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। সেক্ষেত্রে কেবলমাত্র সেই যাত্রীদেরই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে, যাদের করোনা সংক্রমণের কোনও লক্ষণ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =