অযোধ্যায় রামলালার দর্শনের পরিকল্পনা করছেন? নতুন নিয়মবিধি জানেন তো? না জানলেই বিপদ

অযোধ্যায় রামলালার দর্শনের পরিকল্পনা করছেন? নতুন নিয়মবিধি জানেন তো? না জানলেই বিপদ

কলকাতা: দীর্ঘ প্রতিক্ষার পর ঘরে এসেছে রামলালা। গত ২২ জানুয়ারি অযোধ্যায় মহাসমারোহে রামমন্দিরের দ্বার উদঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পরের দিন, অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা৷ সেদিন থেকেই মন্দির প্রাঙ্গনে উপচে পড়েছে ভক্তের ভিড়৷ সম্প্রতি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, প্রতি দিন এক লক্ষ থেকে দেড় লক্ষ পুণ্যার্থী আসছেন রামলালার দর্শনে৷ এই বিপুল জনস্রোত ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে৷ অগত্যা প্রবেশ সম্পর্কিত নতুন নিয়মবিধি আনল মন্দির কর্তৃপক্ষ। আপনি যদি রামমন্দির দর্শনের পরিকল্পনা করে থাকেন, তাহলে রামমন্দিরের দর্শন সম্পর্কিত নতুন বিধিনিষেধ জেনে নিন। না হলেই বিপদ৷ 

* সকাল ৬.৩০টা থেকে রাত ৯.৩০টার মধ্যে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা৷

* মন্দিরে প্রবেশ করার পর পুজো দিয়ে, মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে এক জন দর্শনার্থীর প্রায় ৬০ মিনিট থেকে ৭৫ মিনিট সময় লাগবে৷

* দর্শনার্থীরা জুতো পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না৷ এছাড়াও মোবাইল ফোন ও পার্স নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না।তাই সময় বাঁচাতে আগে থেকেই মন্দির প্রাঙ্গণের বাইরে নির্দিষ্ট জায়গায় জুতো, ফোন, পার্স রেখে আসুন৷ 

* রামমন্দিরে ভোর ৪টের সময় হয় মঙ্গল আরতি, সকাল ৬টা ১৫ মিনিটে শৃঙ্গার আরতি এবং রাত ১০টায় শয়ন আরতি৷ এই তিনটি আরতি দেখার জন্যে মন্দিরে প্রবেশের অনুমতিপত্র লাগবে দর্শনার্থীদের। অন্য আরতি দেখার জন্য কোনও অনুমতির প্রয়োজন নেই৷ 

* শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে অনুমতিপত্রের জন্য আবেদন জানাতে পারবেন দর্শনার্থীরা। এর জন্য কোনও মূল্য দিতে হবে না৷

* আবেদনের জন্য দর্শনার্থীর নাম, বয়স, আধার নম্বর, ফোন নম্বর আর শহরের নাম উল্লেখ করতে হবে৷ 

এদিকে, এই ভিড়ের মাঝে মাথাচাড়া দিয়েছে আরও একটি সমস্যা৷ অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হয়েছেন বহু পুণ্যার্থী। অনেকেই চুরির অভিযোগ জানিয়েছেন৷ স্থানীয়দের দাবি, অযোধ্যার বাইরে থেকে চোরেদের দল ঢুকেছে। তারাই এইসব কাণ্ড ঘটাচ্ছে৷ ফলে মন্দির দর্শনে গেলে পকেট সাবধানে রাখাই ভালো৷ 

অযোধ্যায় রামমন্দির ও রামলালার দর্শনের জন্য আরএসএসের পক্ষ থেকে বিশেষ ট্যুর প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। স্পেশাল ট্রেনে করে যাতায়াত, মন্দির ও রামলালা দর্শন সেরে আবার বাড়ি ফিরিয়ে আনা হবে৷ জনপ্রতি নেওয়া হবে ১৬০০ টাকা ৷ ইতিমধ্যেই রানাঘাট লোকসভা কেন্দ্রের কয়েক হাজার মানুষ এই প্রকল্পে দর্শন সেরেছেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *